Biblia Todo Logo
বাইবেলের পদগুলি

- বিজ্ঞাপন -

বিভাগ

চিয়ার আপপ্রেমবন্ধুত্বপ্রশংসা এবং পূজাআপনি পান করুনপিতামাতাআশীর্বাদবিবাহআরামজন্মদিনআশাধর্ম প্রচার করুনবিশ্বাসশক্তিঅন্ত্যেষ্টিক্রিয়াযুবকদেরবিবাহনারীমৃত্যুশিশুরানিবেদনপ্রার্থনাদুঃখিতপরিত্রাণস্বাস্থ্যপবিত্রতাঅনন্ত জীবনপারেঈশ্বরযীশুআধ্যাত্মিক বাস্তবতাটাইমস অফ নিডআশীর্বাদ করুনসুপারিশ করুনউপবাসবিশেষ দিনকৃতজ্ঞতাআনুগত্যসব উপলক্ষঈশ্বরের জিনিসপ্রকৃতিশান্তিবিখ্যাতসুন্দররবিবারবিশেষ অনুষ্ঠানমন্ত্রণালয়সমূহদর্শককষ্টআনন্দদুষ্টতা এবং আসক্তিভাববাণীটাকাযৌন থিমপাপন্যায়বিচারকঠিন আয়াতমুখস্থ করাজীবনের পর্যায়প্রার্থনাঅনুরোধভিজিলসআমন্ত্রণশ্বাসবড়দিনভরসাবাইবেলের প্রতিশ্রুতিসুরক্ষাপবিত্র আত্মামূর্তিপূজা

25 বাইবেলের স্বাধীনতা দিবসের বাণী

25 বাইবেলের স্বাধীনতা দিবসের বাণী

তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনার অংশ হলো স্বাধীনতা। ঈশ্বর বোঝেন এর গুরুত্ব এবং কিভাবে এটা তোমাকে তাঁর সেবা করতে সাহায্য করতে পারে। আজকের দিনটি শুধু একটা সাধারণ দিন নয়, বরং একটা নতুন মাসের শুরু এবং একটা বিশেষ দিনও, যেদিন নাইজেরিয়া স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই দিনে অনেক বার্তা প্রচার করার আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো স্বাধীনতা এবং কর্তৃত্বের।

এই কারণেই ঈশ্বর মূসাকে নির্দেশ দিয়েছিলেন মিশরে যাওয়ার জন্য এবং ফেরাউনকে ইস্রায়েলীয়দের মুক্ত করার জন্য অনুরোধ করতে। পবিত্র বাইবেলে, গালাতীয় ৫:১ পদে বলা হয়েছে, "তোমরা সেই স্বাধীনতায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো, যা খ্রীষ্ট আমাদের দিয়েছেন। দাসত্বের বন্ধনে আবার আবদ্ধ হইও না।"

তাই, খ্রীষ্ট তোমাকে যে স্বাধীনতা দিয়েছেন, তাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। আগে তুমি পাপের দাস ছিলে, কিন্তু এখন যীশুর রক্তের কারণে, তুমি সব অভিশাপ থেকে মুক্ত। তোমার জীবনে এক মহান আলো এসেছে, তাই তুমি আর অন্ধকারে বা অত্যাচারে বাস করছো না, বরং ঈশ্বরের ইচ্ছায় বাস করছো, যিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার জন্য তাঁর পুত্রকে দান করেছেন যাতে তুমি আজ এবং সর্বদা সত্যিকার অর্থে মুক্ত থাকো।




গীত 33:12

ধন্য সেই জাতি, যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোকসমাজ, যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন।

গীত 118:14-15

সদাপ্রভু আমার বল ও গান; আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।

গালাতীয় 1:4-5

ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন।যুগপর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হউক। আমেন।

গীত 146:7

তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায়বিচার করেন, তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন; সদাপ্রভু বন্দিদিগকে মুক্ত করেন।

হিতোপ 14:34

ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।

গীত 118:5

আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম; সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে [আনিলেন]।

যিশাইয় 61:1

প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই; যেন বন্দি লোকদের কাছে মুক্তি, ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি;

যিরমিয় 34:17

এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন ভ্রাতার ও প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিতে আমার বাক্যে অবধান কর নাই; অতএব সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে খড়্‌গ, মহামারী ও দুর্ভিক্ষের মুক্তি ঘোষণা করিতেছি, আমি তোমাদিগকে পৃথিবীস্থ সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব।

লূক 4:18

“প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য,

রোমীয় 6:7

কেননা যে মরিয়াছে, সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে।

১ পিতর 2:16

আপনাদিগকে স্বাধীন জানিও; আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জানিও।

রোমীয় 6:18

এবং পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ।

রোমীয় 8:21

এই প্রত্যাশায় হইল যে, সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে।

গালাতীয় 5:13

কারণ, হে ভ্রাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহূত হইয়াছ; কেবল দেখিও, সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও।

ইফিষীয় 3:12

তাঁহাতেই আমরা তাঁহার উপরে বিশ্বাস দ্বারা সাহস, এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা, পাইয়াছি।

গীত 119:45

আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব, কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি।

যোহন 8:32

আর তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।

যিরমিয় 34:8

সিদিকিয় রাজা যিরূশালেমস্থ সমস্ত লোকের সহিত তাহাদের কাছে মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করিলে পর সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।

যোহন 8:36

অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে।

যিশাইয় 63:4

কেননা প্রতিশোধের দিন আমার চিত্তে রহিয়াছে, ও আমার মুক্ত লোকদের বৎসর আসিল।

২ করিন্থীয় 3:17

আর প্রভুই সেই আত্মা; এবং যেখানে প্রভুর আত্মা, সেইখানে স্বাধীনতা।

লেবীয় পুস্তক 25:10

আর তোমরা পঞ্চাশত্তম বৎসরকে পবিত্র করিবে, এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে; উহা তোমাদের জন্য জুবিলী [তূরীধ্বনির মহোৎসব] হইবে, এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে ও প্রতিজন আপন আপন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে।

গালাতীয় 5:1

স্বাধীনতার নিমিত্তই খ্রীষ্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন; অতএব তোমরা স্থির থাক, এবং দাসত্ব-জোঁয়ালিতে আর বদ্ধ হইও না।

গীত 144:1

ধন্য সদাপ্রভু, আমার শৈল, তিনিই আমার হস্তকে যুদ্ধ শিখান, আমার অঙ্গুলি সকলকে সংগ্রাম শিক্ষা দেন।

দ্বিতীয় বিবরণ 28:1

আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি, যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন;

ঈশ্বরের কাছে প্রার্থনা

হে প্রভু, তুমিই আদি ও অন্ত! আমাদের স্বর্গ ও মর্তের স্রষ্টা, পিতা, তোমার নাম ও মহিমার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। হে পিতা, আজ আমাদের স্বাধীনতা দিবস। বীর সন্তানেরা যেভাবে অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ঠিক যেমন মুসা (আঃ) তোমার নির্দেশনায় মিশরীয় ফেরাউনের অত্যাচার ও দাসত্বের জোঁয়াল থেকে তোমার প্রিয় বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। হে করুণাময়, আজও অনেক দেশ নির্যাতনের কবলে, অত্যাচারী শাসকদের অধীনে জনগণ কষ্টে জীবন যাপন করছে। দারিদ্র্য, অপরাধ, হিংস্রতা ও দুর্দশা তাদের ঘরে ঘরে বাসা বেঁধেছে। হে প্রভু, তুমিই তাদের একমাত্র আশ্রয়। তোমার করুণা ও ন্যায়বিচার কামনা করছি। তোমার বানীতে বলা হয়েছে, "তোমরা সত্য জানবে, আর সত্য তোমাদের মুক্ত করবে।" হে প্রভু, তুমি তাদের সকল প্রকার জুলুম ও দাসত্বের বন্ধন থেকে মুক্তি দাও। তাদের হৃদয়ে এই সত্য প্রকাশ করো যে, তুমিই তাদের জীবনের মুক্তিদাতা। যীশুর নামে, আমিন।
আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন