যোহন 8:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতভাবে স্বাধীন হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন, তাহলেই তোমরা প্রকৃত মুক্ত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 তাই পুত্র যদি তোমাদের মুক্তি দান করেন তাহলে তোমরা হবে প্রকৃতই মুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 তাই পুত্র যদি তোমাদের স্বাধীন করে, তবে তোমরা প্রকৃতই স্বাধীন হবে। অধ্যায় দেখুন |