Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 14:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু গুনাহ্‌ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ যে কোনো লোককে নিন্দা করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 ধার্মিকতা জাতিকে উন্নত করে, পাপাচরণ জাতিকে করে কলুষিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 ধার্ম্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 ভালোত্ব একটি দেশকে মহান করে তোলে। কিন্তু পাপ যে কোন মানুষকে লজ্জিত করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 14:34
13 ক্রস রেফারেন্স  

তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত।


ইফ্রয়িম কথা কহিলে লোকের ত্রাস জন্মিত, ইস্রায়েলে সে উন্নত হইয়াছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মরিল।


জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু হীনবুদ্ধিদের অন্তরে যাহা থাকে, তাহা প্রকাশ হইয়া পড়ে।


যে দাস বুদ্ধিপূর্বক চলে, তাহার প্রতি রাজার অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁহার ক্রোধের পাত্র হয়।


কেননা ইস্রায়েল-রাজ আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নত করিলেন, কারণ তিনি যিহূদায় স্বেচ্ছাচার এবং সদাপ্রভুর বিরুদ্ধে নিতান্তই সত্যলঙ্ঘন করিয়াছিলেন।


রাজা ন্যায়বিচার দ্বারা দেশ সুস্থির করেন; কিন্তু উৎকোচপ্রিয় তাহা লণ্ডভণ্ড করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন