32 বৈথেল আর অয়র মানুচ্চুন্ একশঅ তেইশ জন;
বৈথেল আর অয়ের দ্বিশ তেইশজন মানুচ্;
বিন্যামীন-গুট্টির্ মানুচ্চুনে যেদক্কানি আদামত্ বজত্তি গুরিদাক্ সিয়েনি অলদে গেবা, মিক্মস, অয়া, বৈথেল আর সিয়েনির্ কায়-কুরে আদামানি,
মিক্মসর মানুচ্চুন্ একশঅ বেইশ্ জন;
অন্য নবোর মানুচ্চুন্ বায়ুন্নো জন;
ইস্রায়েলীয়গুনোর পিজেন্দি ন-যান্ এধোক্ক্যেন এক্কো মরদ মানুচ্অ অয় বা বৈথেলত্ ন থেলাক্। তারা শঅরর্ গেট্টুন্ খুলো রাগেইনে ইস্রায়েলীয়গুনোর পিজে পিজে গেলাক্।
ইয়েন পরেন্দি যিহোশূয় তারারে পাধেই দিলো। তারা যেইনে অয় শঅরর্ পোজিমেন্দি এক্কান্ জাগাত্ লুগি থেলাক্। জাগায়ান্ এলদে বৈথেল আর অয়র সংমোধ্যে। মাত্তর্ যিহোশূয় সে রেত্তো বাদবাগী সৈন্যগুনো সমারে কাদেল।