Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

যিরমিয় 28 - Chakma Bible


মিজে কধা কোইয়্যে ভাববাদী হনানিয়

1 সেই একই বজরত্, যিহূদার রাজা সিদিকিয়র রাজাগিরির পৌইল্যাদি, অত্তাৎ চের্ বজরত্ পাচ্ মাজত্ গিবিয়োন শঅরর্ অসূরর পুয়ো ভাববাদী হনানিয় লগেপ্রভুর ঘরত্ ধর্মগুরুগুনোর আর বেক মানুচ্চুনো মুজুঙোত্ যিরমিয়রে এ কধাগান কলঅ,

2 ন “ইস্রায়েলর গোজেন বেগত্তুন্ খেমতাবলা লগেপ্রভু কোইয়্যেদে, ‘মুই বাবিলো রাজার খেমতাগান্ ভাঙি ফেলেবাত্তে যাঙর্।

3 বাবিল রাজা নবূখদ্‌নিৎসরে লগেপ্রভুর ঘরর্ যেদক্কানি পযাপিরা ইয়োত্তুন বাবিলোত্ সোরেই নেযা ওইয়্যে সিয়েনি মুই দ্বি বজর্ ভিদিরে ইধু ফিরেই আনিম।

4 ইয়েন বাদেয়ো মুই যিহোয়াকীমোর পুয়ো যিহূদার রাজা যিহোয়াখীনরে আর যিহূদার অন্য যিদুক্কুন বন্দী বাবিলোত্ যেইয়োন তারারেয়ো এ জাগানত্ ফিরেই আনিম, কিত্তে মুই বাবিলো রাজার জুঙোলান ভাঙি ফেলেম। মুই লগেপ্রভু এ কধাগান কঙর্।’ ”

5 সেক্কে ভাববাদী যিরমিয় ধর্মগুরুগুনোরে আর যিদুক্কুন মানুচ্ লগেপ্রভুর ঘরত্ থিয়্যেই এলাক্ তারা মুজুঙোত্ ভাববাদী হনানিয়র কধাগানর জোব্ দিলো।

6 তে কলদে, “আমেন, লগেপ্রভু যেন সিয়েন গরে। লগেপ্রভুর ঘরর্ পযাপিরানি আর বাবিলত্তুন বেক্ বন্দীগুনোরে ইধু ফিরেই আনিনে লগেপ্রভু তর্ কোইয়্যে আগাম্ কধানি পুরোন্ গর্।

7 মাত্তর্ মুই তর্ আর বেক মানুচ্চুনো ইধু যে কধাগান কবাত্তে চাং সিয়েন শুনো।

8 তর্ আর মঅ আগেদি পুরোণ দিনোর যে ভাববাদীগুনে এলাক্, তারা বোউত্ দেজ্ আর দাঙর্ দাঙর্ রেজ্যগানি বিরুদ্ধে যুদ্ধো, পারাদযা আর ভানা পৌইদ্যেনে আগামকধা কোইয়োন।

9 মাত্তর্ যে ভাববাদীবো শান্তির আগাম্‌‍কধা কোইয়্যে তা কধানি যেক্কে পুরোণ অবঅ বানা সেক্কে জানা যেবদে, তারে ঘেচ্চেকগুরি লগেপ্রভু পাদেয়্যে।”

10 ইয়েনর্ পরেদি ভাববাদী হনানিয় ভাববাদী যিরমিয়র গত্তনাবোত্তুন্ জুঙোলান নিইনে ভাঙি ফেলল।

11 সে পরেদি তে বেক মানুচ্চুনো মুজুঙোত্ কলদে, “লগেপ্রভু কোইয়্যেদে, ‘এবাবোত্যেগুরি মুই দ্বি বজর ভিদিরে বেক জাত্তুনোর গত্তনাগুনোত্তুন্ বাবিলোর রাজা নবূখদ্‌নিৎসরর জুঙোলান ভাঙি ফেলেম।’ ” সেক্কে ভাববাদী যিরমিয় সিয়েনত্তুন গেলগোই।

12 হনানিয় জুঙোলান্ ভাঙি ফেলেবার কয়েকদিন পরেদি লগেপ্রভুর এ কধাগান যিরমিয় ইধু ফগদাং অলঅ,

13 “তুই যেইনে হনানিয়রে কবে, লগেপ্রভু কোইয়্যেদে, ‘তুই গাজ জুঙোলান ভাঙি ফেলেয়োচ্ মাত্তর্ তা জাগানত্ দিয়া অবঅ লুয়োর্ জুঙোল্।

14 মুই ইস্রায়েলর গোজেন বেগত্তুন খেমতাবলা লগেপ্রভু কঙর্, এ জাদ্‌তুনে যেনে বাবিলোর রাজা নবূখদ্‌নিৎসরর চাগর্ অন্ সেনত্তে মুই তারার গত্তনাগুনোত্ লুয়োর্ জুঙোলান চাপি দিম্, আর তারা তার্ সেবা গুরিবাক্‌‍‍‍কে গুরিবাক। এন্ কি, মুই তারে ঝার্‌‍বো এ্যামানুনো উগুরেয়ো সদ্দার্ বানেম‍।’ ”

15 সেক্কে ভাববাদী যিরমিয় ভাববাদী হনানিয়রে কলঅ, “হনানিয়, শুন। লগেপ্রভু তরে ন-পাদায়, মাত্তর্ তুই এ জাদ্‌তোরে মিজে কধালোই বিশ্বেজ্ গরত্তে। ‍‍‍

16 সেনত্তে লগেপ্রভু কোইয়্যেদে, ‘মুই তরে পিত্‌থিমীর উগুরেত্তুন সোরেই দিবাত্তে যাঙর্। এ বজরত্ তুই মুরি যেবে, কিত্তে তুই লগেপ্রভুর বিরুদ্ধে উল্লোমির কধা ফগদাং গোজ্যস্।’ ”

17 সে বজরর্ সাত্ মাজত্ ভাববাদী হনানিয় মুরি গেলঅ।

Copyright © 2021 Bangladesh Bible Society

Bangladesh Bible Society
Lean sinn:



Sanasan