Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

ইষ্টের 6 - Chakma Bible


মর্দখয় সর্মানিত অলঅ

1 সেই রেদোত্‌ রাজা ঘুম্‌ যেই ন-পারের্‌। তে উগুম্‌ দিলোদে যেনে তা রেজ্যর্‌ বিজগ বোইবো তাইদু আনা অয়। সে পরেন্দি সেই বোইবো তারে পোড়েই শুনো অলঅ।

2 সিয়েনত্‌ দেগা গেলদে বিগ্‌থন আর তেরশ নাঙে রাজার দ্বিজন চুগিদার যেক্কেনে রাজা অহশ্বেরশরে মারে ফেলেবার্‌ কুজুরোমি গত্তন্‌ সেক্কে মর্দখয় সে হবরান্‌ রাজারে দিয়্যে।

3 রাজা পুযোর্‌ গুরিলো, “ইয়েনত্তেই মর্দখয়রে কি বাবোত্যে সর্মান আর মান্ দিয়্যে ওইয়্যে?” তার্‌ চাগরুনে জোবত্‌ কলাক্কে, “কিচ্ছু গরা ন-অয়।”

4 রাজা কলঅ, “দরবারত্‌ কন্না আঘে?” মর্দখয়ত্তে হামনে যে ফাসি গাজ্‌চুয়ো বানেয়্যে সিবেলোই মর্দখয়রে ফাসি দিবার কধাগান রাজারে কবার্ ঠিগ্‌ সেই সময়োত্‌ তে রাজঘরর্‌ বারেন্দি দরবারত্‌ এচ্ছ্যে।

5 রাজার চাগরুনে কলাক্‌, “হামনে দরবারত্‌ থিয়্যেই আঘে।” রাজা কলঅ, “হামনে ভিদিরে এজোক্‌।”

6 হামনে ভিদিরে এযানার্‌ পরেন্দি রাজা তারে পুযোর্‌ গুরিলো, “রাজা যিবেরে সর্মান দেগেবাত্তে চায় তা উগুরে কি গরানা উজিত্?” সেক্কে হামনে মনে মনে ভাবিলো, তারে বাদে আর কারেবা রাজা সর্মান দেগেব?

7-8 সেনত্তেই তে জোবত্‌ কলঅ, “রাজা যিবেরে সর্মান দেগেবাত্তে চায় তাত্তেই মহারাজর এক্কান রাজপোজাক্‌ আনা ওক্‌ আর যে ঘোড়াবো মাঢাত্ রাজকীয় মুকুট উরেয়্যে আঘে রাজার সেই ঘোড়াবোয়ো আনা ওক্‌।

9 সে পরেন্দি সেই পোজাক্‌কানি আর ঘোড়াবো রাজার দাঙর্‌ পোজিশনর্‌ চাগরুনো ভিদিরেত্তুন্‌ এজজনর আঢত্‌ দিয়্যে ওক্‌। রাজা যিবেরে সর্মান দেগেবাত্তে চায় তারে সেই পোজাক্‌কান পিনেই দিয়্যে ওক্‌ আর তারে সেই ঘোড়াবোত্‌ চোড়েইনে শঅরর্‌-গোল্‌চক্কর্‌বোত্‌ তা আঘে এ কধাগান ফগদাঙ্‌ গরা ওক্‌, ‘রাজা যিবেরে সর্মান দেগেবাত্তে চায় তা উগুরে এবাবোত্যে গরা অবঅ।’ ”

10 সেক্কে রাজা হামনরে উগুম দিলো, “তুই ইক্কিনে যেইনে রাজপোজাক্‌ আর ঘোড়াবো নেযেইনে যেধোক্কেন্‌ কলে রাজঘরর্‌ গেদোত্‌ বোস্যে সেই যিহূদী মর্দখয়র উগুরে সেধোক্কেন্‌ গর্‌। তুই যিয়েনি যিয়েনি কলে সিয়েনির কনগান্ যেনে য়েলাফেলা গরা ন-অয়।”

11 সেনত্তেই হামনে রাজপোজাক্‌ আর ঘোড়াগুন্‌ নেযেল আর মর্দখয়রে রাজপোজাক্‌ উরেইনে ঘোড়া উগুরে চোড়েইনে শঅরর্‌-চক্কর্‌বোত্‌ তা আগে আগে এ কধাগান ফগদাঙ্‌ গুরিনে বেড়া ধুরিলো, “রাজা যিবেরে সর্মান দেগেবাত্তে চায় তা উগুরে এ বাবোত্যে গরা অবঅ।”

12 ইয়েনর্ পরেন্দি মর্দখয়ে আরঅ রাজঘরর্‌ গেদোত্‌ গেলঅ। মাত্তর্‌ হামনে মনত্ দুঘে মাঢাবো লুগেইনে যাদিমাদি গুরিনে ঘরত্‌ গেলঅ।

13 তা উগুরে যিয়েনি ঘোট্যে সিয়েনি বেক্কানি তা মোক্কো সেরশরে আর তা বেক্‌ সমাজ্যেগুনোরে কলঅ। হামনর সেই সল্লাদিয়্যেগুনে আর তা মোক্কো সেরশে তারে কলঅ, “যিবে মুজুঙোত্‌ তর্‌ এই অধপতন্‌ আরাম্ভ ওইয়্যে সেই মর্দখয়ে যুনি যিহূদী বংশর মানুচ্‌ অয় সালে তার্‌ বিরুদ্ধে তুই থিয়্যেই ন-পারিবে, হামাক্কাই তুই ভস্ত ওই যেবে।”


হামনর ফাসি

14 তারা সেক্কেয়ো হামন সমারে কধা কদন্‌ এমন্‌ সময়োত্‌ রাজার সেবাগুরিয়্যেগুনে এইনে যাদিমাদি গুরিনে হামনরে ইষ্টেরর্‌ বানেয়্যে মেইট্‌বানত্ মিজেবাত্তে নেযেলাক্‌।

Copyright © 2021 Bangladesh Bible Society

Bangladesh Bible Society
Lean sinn:



Sanasan