Biblia Todo Logo
বাইবেলের পদগুলি

- বিজ্ঞাপন -

বিভাগ

চিয়ার আপপ্রেমবন্ধুত্বপ্রশংসা এবং পূজাআপনি পান করুনপিতামাতাআশীর্বাদবিবাহআরামজন্মদিনআশাধর্ম প্রচার করুনবিশ্বাসশক্তিঅন্ত্যেষ্টিক্রিয়াযুবকদেরবিবাহনারীমৃত্যুশিশুরানিবেদনপ্রার্থনাদুঃখিতপরিত্রাণস্বাস্থ্যপবিত্রতাঅনন্ত জীবনপারেঈশ্বরযীশুআধ্যাত্মিক বাস্তবতাটাইমস অফ নিডআশীর্বাদ করুনসুপারিশ করুনউপবাসবিশেষ দিনকৃতজ্ঞতাআনুগত্যসব উপলক্ষঈশ্বরের জিনিসপ্রকৃতিশান্তিবিখ্যাতসুন্দররবিবারবিশেষ অনুষ্ঠানমন্ত্রণালয়সমূহদর্শককষ্টআনন্দদুষ্টতা এবং আসক্তিভাববাণীটাকাযৌন থিমপাপন্যায়বিচারকঠিন আয়াতমুখস্থ করাজীবনের পর্যায়প্রার্থনাঅনুরোধভিজিলসআমন্ত্রণশ্বাসবড়দিনভরসাবাইবেলের প্রতিশ্রুতিসুরক্ষাপবিত্র আত্মামূর্তিপূজা

21 পবিত্র ব্যক্তিদের সম্পর্কে বাইবেলের আয়াত

21 পবিত্র ব্যক্তিদের সম্পর্কে বাইবেলের আয়াত

পবিত্রতা, ভাবো, একটা আধ্যাত্মিক পোশাক, যা আমাকে একটা বিশেষ পরিকল্পনা আর উদ্দেশ্যের জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করে। ঈশ্বরের সাথে আমার সম্পর্কে, এটা একটা লক্ষ্য, যার জন্য আমাকে তাঁর জন্য নিজেকে তৈরি রাখতে হবে, পাপের সকল অপবিত্রতা থেকে দূরে থাকতে হবে।

এই অংশটুকু আমাদের সেই পবিত্র ব্যক্তিদের কথা মনে করিয়ে দেয় যারা শেষ সময় পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে এবং অনন্ত জীবন লাভ করবে। আমাদের মত অনেক বিশ্বাসীর কাছে, প্রকাশিত বাক্যের পবিত্র ব্যক্তিরা এই পৃথিবীর ক্লেশ আর দুর্দশার মাঝে মুক্তি আর আশার প্রতিশ্রুতির প্রতীক।

ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য ৫:৮-এ বলে, সোনার পাত্রে ভরা ধূপ হলো পবিত্র ব্যক্তিদের প্রার্থনা। প্রিয় পিতা, তুমি আমাদের প্রার্থনা কখনো ভুলে যাও না, এজন্য তোমাকে ধন্যবাদ।




প্রকাশিত বাক্য 14:12

এইস্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ও যীশুর বিশ্বাস ধারণ করে।

প্রকাশিত বাক্য 4:8

সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ, এবং তাঁহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ; আর তাঁহারা দিবারাত্র অবিরাম এই কথা কহিতেছেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, ও যিনি আছেন, ও যিনি আসিতেছেন।’

প্রকাশিত বাক্য 6:10

তাঁহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী-নিবাসীদিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে?

প্রকাশিত বাক্য 13:7

আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল; এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল।

প্রকাশিত বাক্য 16:6

কেননা উহারা পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করিয়াছিল; আর তুমি উহাদিগকে পানার্থে রক্ত দিয়াছ; তাহারা ইহার যোগ্য।

প্রকাশিত বাক্য 20:6

ইহা প্রথম পুনরুত্থান। যে কেহ এই প্রথম পুরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই; কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হইবে, এবং সেই সহস্র বৎসর তাঁহার সঙ্গে রাজত্ব করিবে।

প্রকাশিত বাক্য 8:3

পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাঁড়াইলেন, তাঁহার হস্তে স্বর্ণধূপধানী ছিল; এবং তাঁহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহা সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদির উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন।

প্রকাশিত বাক্য 5:8

তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ঐ চারি প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন; তাঁহাদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল; সেই ধূপ পবিত্রগণের প্রার্থনাস্বরূপ।

প্রকাশিত বাক্য 22:11

যে অধর্মচারী, সে ইহার পরেও অধর্মাচরণ করুক; এবং যে কলুষিত, সে ইহার পরেও কলুষিত হউক; এবং যে ধার্মিক, সে ইহার পরেও ধর্মাচরণ করুক; এবং যে পবিত্র, সে ইহার পরেও পবিত্রীকৃত হউক।

প্রকাশিত বাক্য 6:9

পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম, বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে, যাঁহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত, এবং তাঁহাদের কাছে যে সাক্ষ্য ছিল, তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন।

প্রকাশিত বাক্য 15:4

হে প্রভু, কে না ভীত হইবে? এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমিই সাধু, কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে।”

প্রকাশিত বাক্য 7:13-14

পরে প্রাচীনবর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্লবস্ত্র পরিহিত এই লোকেরা কে, ও কোথা হইতে আসিল?আমি তাঁহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে।

প্রকাশিত বাক্য 11:18

আর জাতিগণ ক্রুদ্ধ হইয়াছিল, কিন্তু তোমার ক্রোধ উপস্থিত হইল, আর মৃত লোকদের বিচার করিবার সময় এবং তোমার দাস ভাববাদিগণকে ও পবিত্রগণকে ও যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দিবার, এবং পৃথিবী-নাশকদিগকে নাশ করিবার সময় উপস্থিত হইল।’

প্রকাশিত বাক্য 12:11

আর মেষশাবকের রক্ত প্রযুক্ত, এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে; আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই।

প্রকাশিত বাক্য 17:6

আর আমি দেখিলাম, সেই নারী পবিত্রগণের রক্তে ও যীশুর সাক্ষিগণের রক্তে মত্ত। তাহাকে দেখিয়া আমার অতিশয় আশ্চর্য বোধ হইল।

প্রকাশিত বাক্য 18:20

হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।

প্রকাশিত বাক্য 19:8

আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসীনা-বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ।

প্রকাশিত বাক্য 20:4

পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম; সেইগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাঁহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম; তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল।

প্রকাশিত বাক্য 21:24

আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে; এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন।

প্রকাশিত বাক্য 22:6

পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য; এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে, তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু, ভাববাদিগণের আত্মা সকলের ঈশ্বর, আপন দূতকে প্রেরণ করিয়াছেন।

ঈশ্বরের কাছে প্রার্থনা

হে প্রভু, তোমার অশেষ প্রেম আর অবিচল বিশ্বস্ততার জন্য কতই না শুকরিয়া। আমার জীবন ক্ষমা করে অন্ধকার থেকে তোমার অপূর্ব আলোয় নিয়ে এসেছ। যীশুর নামে তোমাকে ধন্যবাদ, তোমার রক্তের বিনিময়ে তোমার সামনে আমি ধার্মিক বলে গণ্য হয়েছি। এই পৃথিবীর অসারতায় না ভেসে, ধার্মিকতার পথে চলতে, পবিত্র জীবন যাপন করতে আমাকে সাহায্য করো। তোমার বাক্যে যেমন বলা আছে, সেভাবে পবিত্র জীবন যাপনের জন্য প্রার্থনায় অবিচল থাকতে, প্রাণপণ চেষ্টা করতে আমাকে শক্তি দাও। হে পবিত্র আত্মা, সাহসী আর অটল থাকতে, কখনও হাল না ছেড়ে তোমার বাক্য আমার জীবনে ধারণ করতে আমাকে সাহায্য করো। শেষ পর্যন্ত জয়ী হতে, সেই প্রতীক্ষিত মহান দিন দেখতে, তোমার সাথে, তোমার পবিত্রদের সাথে সাক্ষাৎ করতে, আমরা যে প্রতিজ্ঞার জন্য এত ধৈর্য্য ধরে অপেক্ষা করেছি, সেই প্রতিজ্ঞা লাভ করতে, তোমার মুখোমুখি দাঁড়াতে, স্বর্ণময় পথে তোমার সাথে রাজত্ব করতে আমাকে সাহায্য করো। যীশুর নামে, আমিন।
আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন