ভূমিকা
পিতর প্রভু যীশুর অন্যতম প্রধান শিষ্য ছিলেন। অইহুদি জাতিদের কাছে সর্বপ্রথম তিনিই সুসমাচার প্রচারের জন্য প্রেরিত হলেও, মুখ্যত তিনি ইহুদিদের কাছেই খ্রীষ্টের শুভবার্তা প্রচার করেন। রোম সাম্রাজ্যের পাঁচটি অঞ্চলে বিক্ষিপ্ত ইহুদি-খ্রীষ্টিয়ানদের কাছে তিনি এই পত্র লেখেন। এর মধ্যে দুটি অঞ্চলে পৌলকে প্রবেশাধিকার দেওয়া হয়নি (প্রেরিত 16:7)। এই পত্র লেখার মাধ্যমে পৌল (লূক 22:32) ও (যোহন 21:15-17) পদে তাঁকে দত্ত প্রভুর আদেশ, তিনি পালন করেন।
সেই সময় বিশ্বাসীরা বহু দুঃখকষ্ট ও নির্যাতনের সম্মুখীন হয়েছিল। তাদের উৎসাহ ও প্রেরণা দান করে পিতর ঐশ-অনুগ্রহের সত্য ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সেই অনুগ্রহ তাদের পরিত্রাণ দান করেছে (1:1–2:10)। সেই অনুগ্রহ মানবিক বিভিন্ন সম্পর্ক সুশৃঙ্খল রাখার ক্ষেত্রে (2:11–3:12) এবং আগামী সময়েও নির্যাতনকালে ধৈর্যধারণে সহায়ক হয় (3:13–5:14)।
সাধারণভাবে পিতরের পত্রগুলিকে “প্রত্যাশার পত্র” বলা হয়।
রচয়িতা: পিতর (পাথর) শিমোন (শ্রবণ)।
রচনার স্থান: সম্ভবত ব্যাবিলন।
রচনাকাল: আনুমানিক 63–64 খ্রীষ্টাব্দ।
মূল বিষয়বস্তু: পরীক্ষাকালে খ্রীষ্টিয়ানের আচরণ।