Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

১ থিষলনীকীয় INTRO1 - বাংলা সমকালীন সংস্করণ

1

ভূমিকা
থিষলনিকা নগরে প্রেরিতশিষ্য পৌল প্রচার করার পর বহু পরজাতি (অইহুদি) ব্যক্তি প্রভু যীশুকে পরিত্রাতারূপে গ্রহণ করে। প্রচণ্ড বিরোধিতা ও নির্যাতনের সম্মুখীন হয়ে মাত্র তিন সপ্তাহ পরে পৌল সেই স্থান পরিত্যাগ করেন, কিন্তু প্রভু আশ্চর্যজনকভাবে তাদের সহায়তা করায়, সেই মণ্ডলীর সাক্ষ্য সর্বত্র বিদিত হয়।
সেই স্থানের নতুন বিশ্বাসীদের অবস্থা অবগত হওয়ার জন্য পৌল তিমথিকে থিষলনিকায় প্রেরণ করেন। নিদারুণ নিপীড়ন সত্ত্বেও তারা বিশ্বাসে অটল ছিল, তিমথির কাছে এই বার্তা শ্রবণ করে, তাদের উৎসাহ ও প্রেরণাদানের জন্য পৌল এই পত্র লেখেন। তাদের আশ্বাস প্রদান করে পৌল খ্রীষ্টের পুনরাগমন, বিশ্বাসীর গৌরবময় ভবিষ্যৎ, জীবিত ও নিদ্রাগত বিশ্বাসীদের প্রভুর সঙ্গে মিলন ও অনন্ত জীবন প্রসঙ্গে এই পত্রে বিশদ আলোচনা করেছেন।
রচয়িতা: পৌল।
রচনার স্থান: করিন্থ নগর।
রচনাকাল: আনুমানিক 52–53 খ্রীষ্টাব্দ।
মূল বিষয়বস্তু: প্রভুর পুনরাগমনের প্রক্রিয়া।

পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™

সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.

অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।

The Holy Bible, Bengali Contemporary Version™

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.

Biblica, Inc.
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন