ভূমিকা
রোমে পৌলের বিচারের রায় তাঁর পক্ষে যাওয়ায় তিনি কারামুক্ত হন। সম্ভবত, এরপর তিনি কলসী নগরে ফিলীমনকে পরিদর্শন করতে যান (ফিলিপীয় 2:2)। কলসী, অথবা ফিলিপী থেকে তিনি তিমথির প্রতি প্রথম পত্রটি লেখেন।
মিশ্র-বিবাহের ফলে তিমথির জন্ম (প্রেরিত 16:1); তিনি এক ঈশ্বরভক্ত পরিবারে প্রতিপালিত হন (2 তিমথি 1:5; 3:15) এবং পৌলের পরিচর্যায় খ্রীষ্টকে পরিত্রাতারূপে গ্রহণ করেন (1 তিমথি 1:2)। পৌল লুস্ত্রায় তাঁকে তাঁর দলের সঙ্গী করেন। পরে তিনি পৌলের অন্যতম বিশেষ পরিচারক হন (ফিলিপীয় 2:19-22)। কালত্রুমে ইফিষের মণ্ডলীকে নেতৃত্ব দেওয়ার জন্য তিমথি প্রেরিত হন।
1 তিমথি একটি কর্ম-সহায়ক পত্র। স্থানীয় মণ্ডলীতে কী ধরনের আচরণ হওয়া উচিত, পালক ও সভ্যদের সেই বিষয়েই এই পত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। সত্যের সপক্ষে প্রচার (1–4), প্রার্থনা করা (2) এবং যোগ্যতাসম্পন্ন নেতাদের নিয়োগ (3–5) সম্বন্ধে পৌল তাঁর পত্রে গুরুত্ব আরোপ করেছেন। মণ্ডলীতে বিভিন্ন ধরনের ব্যক্তিকে কীভাবে পরিচর্যা করতে হবে, সেই শিক্ষা দিয়ে তিনি তাঁর পত্র সমাপ্ত করেছেন।
তিমথি নামটির অর্থ, ঈশ্বরের প্রতি সম্ভ্রম প্রকাশ।
রচয়িতা: পৌল।
রচনার স্থান: কলসী অথবা ফিলিপী নগর।
রচনাকাল: আনুমানিক 63 খ্রীষ্টাব্দ।
মূল বিষয়বস্তু: মণ্ডলী ও পরিচর্যা।