Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

হগয় ভাববাদীর পুস্তক INTRO1 - বাংলা সমকালীন সংস্করণ

1

ভূমিকা
পারস্যের রাজা সাইরাস 539 খ্রীষ্ট পূর্বাব্দে ব্যাবিলন অধিকার করার পর নির্বাসনে থাকা ইহুদিদের তাদের দেশে প্রত্যাবর্তন করার ও জেরুশালেমের মন্দির নির্মাণের অনুমতি দেন। পরের বছরই ইহুদিদের একটি দল দেশে প্রত্যাবর্তন করল এবং আরও দুই বছর ধরে মন্দিরের ভিত্তিমূলের পুননির্মাণ ও উৎসর্গের কাজ সম্পূর্ণ করল। কিন্তু তাদের সন্দেহপ্রবণ ও বিদ্বেষী প্রতিবেশীদের পারস্যের রাজসভায় যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি ছিল, ফলে তারা কলকাঠি নেড়ে মন্দির পুনর্নির্মাণের কাজ বন্ধ করে দিল। (দ্রষ্টব্য, ইষ্রা 4:4–6:22) এর ষোলো বছর পর যখন রাজা দারিয়াবস পারস্যের সিংহাসনে আরোহণ করলেন, তখন ভাববাদী হগয় লোকদের অনুরোধ করলেন তারা যেন তাদের কাজ পুনরায় শুরু করে। তিনি বিশেষভাবে, যিহূদার কর্মকর্তা সরুব্বাবিল ও মহাপুরোহিত যিহোশূয়ের কাছে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন। এর চার বছরের মাথায় মন্দির পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হল এবং মন্দিরে উপাসনার কাজ শুরু হয়ে গেল।
দারিয়াবসের শাসনকালের শুরুতে সুপরিকল্পিত চার মাস সময়কালে হগয় তাঁর চারটি ভাববাণী বলেছিলেন। এর মধ্যে প্রথমটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ঈশ্বরের গৃহ বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকার জন্য ইস্রায়েল জাতি ঐশ আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় ভাববাণীতে উৎসাহিত করা হয়েছে তাদের, যাদের মনে হয়েছিল, নবনির্মিত মন্দিরটি শলোমনের তৈরি মূল মন্দিরের তুলনায় হতাশাব্যঞ্জক। কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান মন্দিরটির মহিমা ও গরিমা প্রথম মন্দিরটিকেও ম্লান করে দেবে। তৃতীয় ভাববাণীতে লোকদের আশ্বস্ত করা হয়েছে যে, এখন থেকে তাদের গোষ্ঠী পুনরায় আশীর্বাদযুক্ত হবে। আর সর্বশেষ ভাববাণীটি, দাউদের সিংহাসনের উত্তরাধিকারী স্বয়ং সরুব্বাবিলের প্রতি এক ব্যক্তিগত অনুপ্রেরণা। এইভাবে একদিন ইস্রায়েল জাতি তাদের আপন দেশে ফিরে এল সেই সঙ্গে ফিরে এল ঈশ্বরের আশীর্বাদ।

পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™

সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.

অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।

The Holy Bible, Bengali Contemporary Version™

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.

Biblica, Inc.
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন