Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

যিহিষ্কেল INTRO1 - বাংলা সমকালীন সংস্করণ

1

ভূমিকা
যিহিষ্কেল যাজক সেইসব যিহূদাবাসীদের একজন যাদের নেবুখাদনেজার 597 খ্রীষ্ট পূর্বাব্দে ব্যাবিলনে নিয়ে এসেছিলেন। এই নির্বাসনে থাকার পাঁচ বছরের মাথায় ঈশ্বর যিহিষ্কেলকে ইস্রায়েলে যাওয়ার (ব্যাবিলনে এবং যিহূদায় যারা ছিল, উভয়কেই) আহ্বান জানালেন এবং বললেন, তুমি তাদের কাছে আমার কথা বলবে। এইসব বার্তাকে যিহিষ্কেল প্রায়শই চমৎকার ও মার্জিত আঙ্গিকের কাব্যধর্মী ভাববাণীর মাধ্যমে রচনা করতেন ও জনসাধারণের সামনে সেগুলি উচ্চারণ (বা গানের মাধ্যমে পরিবেশন) করতেন। এছাড়াও তিনি প্রতীকী অঙ্গভঙ্গির মাধ্যমে, প্রতীকী অর্থপূর্ণ ক্রিয়াকলাপও করতেন এবং যেসব অসাধারণ স্বপ্নদর্শন পেতেন সেগুলি বর্ণনা করতেন।
যিহিষ্কেল পুস্তক এইসব বাণীগুলিকে তিনটি মূল অংশে ভাগ করেছে: ইস্রায়েল জাতির বিরুদ্ধে দণ্ডাজ্ঞার ভাববাণী, অন্যান্য জাতির বিরুদ্ধে ভাববাণী এবং ইস্রায়েল জাতির পুনঃপ্রতিষ্ঠা। এই ভাববাদীর কথা বলার ক্ষমতা হারিয়ে যাওয়া ও তা পুনরায় ফিরে আসার মাধ্যমে এই ভাগগুলিকে চিহ্নিত করা হয়েছে। পুস্তকটির শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ স্বপ্নদর্শন হল, ইস্রায়েল জাতির মন্দতার জন্য ঈশ্বর কীভাবে জেরুশালেমের মন্দির থেকে তাঁর উপস্থিতিকে সরিয়ে নিয়েছেন। তবে ইস্রায়েল জাতির বিরুদ্ধে উচ্চারিত ভাববাণীগুলি থেকে একটি বিষয় পরিষ্কার, তা হল, ঈশ্বরের মন্দির ধ্বংস হয়ে গেলেও, কেউ যেন এই সিদ্ধান্তে না পৌঁছায়, জগতের নিয়ন্ত্রণ এখন আর ঈশ্বরের হাতে নেই। তাঁর মনোনীত জাতিকে যারাই ভয় দেখাবে, তারাই শেষে পরাজিত হবে। পুস্তকটি শেষ হচ্ছে এক সুনিশ্চিত প্রতিশ্রুতি দিয়ে যে, ঈশ্বর তাঁর লোকদের হৃদয় নবায়িত করবেন এবং জগতের সব মানুষকে সতেজ ও সজীব করে তুলবেন। যিহিষ্কেলের ভাববাণীগুলি বাইবেলের ক্রমপ্রকাশিত কাহিনির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: এই ভগ্নচূর্ণ পৃথিবী সুস্থ হয়ে উঠবে যখন সদাপ্রভু তাঁর লোকদের সঙ্গে বাস করার জন্য সেই দেশে ফিরে আসবেন যে দেশ এদন উদ্যানের মতো হয়ে উঠেছে।

পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™

সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.

অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।

The Holy Bible, Bengali Contemporary Version™

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.

Biblica, Inc.
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন