Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

মীখা INTRO1 - বাংলা সমকালীন সংস্করণ

1

ভূমিকা
যোথম, আহস এবং হিষ্কিয়ের শাসনকালে (খ্রীষ্ট পূর্বাব্দ অষ্টম শতাব্দীর শেষের দিকে) ভাববাদী মীখা দক্ষিণের রাজ্য যিহূদার উদ্দেশে তাঁর ভাববাণীগুলি বলেছিলেন। তিনি ভবিষ্যদর্শন করেছিলেন যে, ইস্রায়েল ও যিহূদার মুখ্য দুটি নগর শমরিয়া ও জেরুশালেম তাদের অন্যায়-অবিচার, পাপ ও দুষ্টতায় ভরা কর্মের কারণে ধ্বংস হয়ে যাবে। কারণ লোকেরা তাদের সঙ্গে ঈশ্বরের কৃত চুক্তি পরিত্যাগ করে কনানীয়দের মতো দেবদেবী পূজার্চনার মতো বিধর্মী আচার অনুষ্ঠান গ্রহণ করেছে। দেশের ধনী ও ক্ষমতাবান লোকেরা মোশির বিধান উপেক্ষা করে গরিব মানুষদের শোষণ করছে। মীখা সতর্ক করে দিয়েছেন যে, তাদের এইসব অবিশ্বস্ততা ও অবিচারের কারণে দুটি রাজ্যই হবে আক্রমণের সম্মুখীন, পরাজিত ও নির্বাসিত। তাঁর এই ভবিষ্যদর্শন অক্ষরে অক্ষরে মিলে গেছিল, যখন 722 খ্রীষ্ট পূর্বাব্দে আসিরীয়দের হাতে শমরিয়া ও 587–586 খ্রীষ্ট পূর্বাব্দে ব্যাবিলনীয়দের হাতে জেরুশালেমের পতন হয়।
মীখার ভাববাণীগুলি পর্যায়ক্রমে একদিকে ধ্বংসের সতর্কবাণী আর একদিকে নতুন করে প্রতিষ্ঠার প্রতিশ্রুতির মধ্যে ঘোরাফেরা করেছে। তিনটি বর্গে বিভক্ত মীখার ভাববাণীগুলির প্রত্যেকটি শুরু হয়েছে একগুচ্ছ দণ্ডাজ্ঞা দিয়ে এবং পরিসমাপ্তি হয়েছে পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে। মীখা ঘোষণা করেন, ঈশ্বর তাঁর করুণা ও চুক্তির প্রতি তাঁর বিশ্বস্ত থাকার কারণে অবশিষ্ট কিছু মানুষকে রক্ষা করবেন এবং তাদের ফিরিয়ে আনবেন তাদের আপন দেশে। সেখানে তারা একজন ধার্মিক ও সৎ রাজার শাসনে থাকবে এবং সমগ্র জগতের কাছে জ্যোতিস্বরূপ হয়ে উঠবে, যা বিশ্বের সব জাতিকে সদাপ্রভুর পথ দেখাবে। বাইবেলের নাটকীয় ঘটনাপ্রবাহে ইস্রায়েল জাতিকে তার স্থান খুঁজে নেবার কাজে ঈশ্বর সাহায্য করবেন।

পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™

সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.

অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।

The Holy Bible, Bengali Contemporary Version™

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.

Biblica, Inc.
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন