Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

মথি INTRO1 - বাংলা সমকালীন সংস্করণ

1

ভূমিকা
মথি ছিলেন একজন ইহুদি কর আদায়কারী। খ্রীষ্টের আহ্বানে সাড়া দিয়ে তিনি তার প্রাথমিক বারোজন প্রেরিতশিষ্যের অন্তর্ভুক্ত হন (মথি 9:9-13)। তাঁর প্রকৃত নাম ছিল লেবি (লূক 5:27)। মুখ্যত ইহুদিদের জন্য গ্রন্থটি রচনা করে মথি প্রমাণ করেছেন যে, যীশু খ্রীষ্টই ছিলেন রাজা দাউদের বংশধর, বা মশীহ। অতএব, তিনিই ছিলেন দাউদের সিংহাসনের আইনসম্মত উত্তরাধিকারী। তাঁর সুসমাচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুরোনো নিয়মের 129-টি উদ্ধৃতি আছে। আবার 50 এর বেশি রাজ্য শব্দটির উল্লেখ পাওয়া যায়। নতুন নিয়মের সর্বপ্রথম পুস্তক হিসেবে মথির সুসমাচার পুরোনো ও নতুন চুক্তির (নিয়মের), ইস্রায়েল ও মণ্ডলীর এবং ভবিষ্যদ্‌বাণীসমূহ ও সেগুলির পরিপূর্ণতার একটি সার্থক সেতু রচনা করেছে।
রাজা তাঁর প্রজাদের কাছে নিজেকে উপস্থাপন করেছেন 1:10 কিন্তু ধর্মীয় নেতৃবৃন্দ তাঁর প্রতিরোধ করেছেন 11:13 অতএব রাজা, জনতার সংস্পর্শ থেকে তাঁর সন্নিকট গ্রেপ্তার বরণ ও ক্রুশার্পিত হওয়ার উদ্দেশ্যে তাদের প্রস্তুত করেন 21:27 কিন্তু মৃতলোক থেকে পুনরুত্থিত হয়ে তিনি তাঁর শিষ্যদের নিয়োগ করেন, যেন তাঁরা তাঁর বার্তা সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত করেন। 28 মথির সুসমাচারে প্রভু যীশু খ্রীষ্টের অনন্যতা, অর্থাৎ অসুস্থতা, পৈশাচিক শক্তি, বিভিন্ন পরিস্থিতি, এমনকি, মৃত্যুর উপরেও তাঁর কর্তৃত্ব লক্ষ্য করে আমরা অভিভূত হই। আমাদের জীবনের উপরেও তাঁর কর্তৃত্ব সমরূপে বিদ্যমান। বাধ্যতায় যেন আমরা তাঁর অনুসারী হই। মথি নামটির অর্থ, ঈশ্বরের উপহার।
রচয়িতা: মথি।
রচনার স্থান: প্যালেষ্টাইন।
রচনাকাল: আনুমানিক 85 খ্রীষ্টাব্দ।
রচনার বিষয়বস্তু: খ্রীষ্টই ভবিষ্যদ্‌বাণীর মাধ্যমে কথিত রাজা।

পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™

সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.

অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।

The Holy Bible, Bengali Contemporary Version™

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.

Biblica, Inc.
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন