Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

বিলাপ INTRO1 - বাংলা সমকালীন সংস্করণ

1

ভূমিকা
ব্যাবিলনীয়েরা যখন জেরুশালেম অধিকার করল এবং সেখানকার অধিকাংশ অধিবাসীকে নির্বাসনে পাঠিয়ে দিল, তখন তছনছ হয়ে যাওয়া সেই নগরের ভিতরে ও বাইরে রেখে যাওয়া কিছু বাসিন্দার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছিল। তাদের বিধ্বস্ত ঘরদোরের কারণে গভীর লজ্জা ও শোকের অনুভূতি প্রকাশ করার জন্য সেই জনশূন্য স্থান এবং তাদের স্বচক্ষে দেখা নির্মম দুঃখদুর্দশার অভিজ্ঞতার ভিত্তিতে তারা অনেকগুলি গান রচনা করেছিল। বিলাপ পুস্তক থেকে আমরা এই গানগুলির রচয়িতার নাম জানতে না পারলেও পরম্পরাগতভাবে যিরমিয়কেই এগুলির রচয়িতা বলে মনে করা হয়। এখানে আমরা যে অভিজ্ঞতা লাভ করি তা হল, ঈশ্বরবিশ্বাসী লোকেরা তাদের লেখনীর মাধ্যমে প্রবলভাবে বোঝার চেষ্টা করেছে, যে নগরকে তারা এত ভালোবাসতো তাকে ঈশ্বর কীভাবে ধ্বংস হতে দিলেন।
এই পুস্তকে সংরক্ষিত পাঁচটি গানের প্রত্যেকটিতে 22-টি করে স্তবক রয়েছে। প্রথম চারটি গান শুরু হয়েছে হিব্রু বর্ণমালার পরপর 22-টি অক্ষর দিয়ে। তৃতীয় গানটিতে প্রতিটি স্তবকের প্রথম তিনটি পঙ্‌ক্তিতে অক্ষরগুলির পুনরাবৃত্তি করা হয়েছে। আশার অভিব্যক্তি এখানে খুবই কম, কিন্তু যে পরিস্থিতিতে আশার অত্যন্ত প্রয়োজন হয় তাকে গুরুত্বসহকারে বোঝানোর জন্যই এগুলিকে পুস্তকের কেন্দ্রে রাখা হয়েছে। সামগ্রিকভাবে বিলাপের এই সংকলনগুলি আমাদের মনে করিয়ে দেয় যে, ভগ্ন ও অধঃপতিত জগতের প্রতি মনোবেদনা জ্ঞাপন করা বাইবেলভিত্তিক নাট্যমুহূর্তের এক যুক্তিসম্মত দিক।

পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™

সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.

অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।

The Holy Bible, Bengali Contemporary Version™

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.

Biblica, Inc.
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন