Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

১ বংশাবলি 24 - পবিত্র বাইবেল


যাজক গোষ্ঠী

1 হারোণের পুত্রদের নাম নাদব, অবীহূ, ইলিয়াসর আর ঈথামর।

2 হারোণের আগেই নাদব আর অবীহূর অপুত্রক অবস্থায় মৃত্যু হয়। তাই ইলিয়াসর এবং ঈথামর যাজকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

3 ইলিয়াসর এবং ঈথামরের পরিবারগোষ্ঠীকে দায়ূদ দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ করেছিলেন যাতে তাঁরা তাঁদের দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারেন। দুই পরিবারকে পৃথক করার সময় দায়ূদ ইলিয়াসরের উত্তরপুরুষ সাদোক এবং ঈথামরের উত্তরপুরুষ অহীমেলকের সাহায্য নিয়েছিলেন।

4 ঈথামরের পরিবারের তুলনায় ইলিয়াসরের পরিবার থেকে হওয়া নেতার সংখ্যা বেশি ছিল। ইলিয়াসরের পরিবারের মোট নেতার সংখ্যা ছিল 16 আর ঈথামরের পরিবারের নেতার সংখ্যা ছিল 8।

5 ঘুঁটি চেলে প্রত্যেক পরিবার থেকে নেতা নির্বাচিত করা হত। কিছু লোককে পবিত্র স্থানের দায়িত্বে বেছে নেওয়া হয়েছিল এবং ইলিয়াসর ও ঈথামরের পরিবারগোষ্ঠী থেকে অন্যদের যাজক হিসাবে বাছা হয়েছিল।

6 লেবি পরিবারগোষ্ঠীর নথনেলের পুত্র শময়িয় ছিলেন সচিব। রাজা দায়ূদের সামনে তিনি যাজক সাদোক, অবিয়াথরের পুত্র অহীমেলক ও যাজকগণ এবং লেবি পরিবারগোষ্ঠীর নেতাদের নাম লিপিবদ্ধ করেছিলেন। এক একবার অক্ষ নিক্ষেপ করে এক এক জনের নাম উঠতো আর শময়িয় তা লিখে নিতেন। এইভাবে ইলিয়াসর এবং ঈথামর পরিবারের মধ্যে কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছিল।

7 এইভাবে প্রথম বার উঠেছিল যিহোয়ারীব গোষ্ঠীর নাম। দ্বিতীয় বার যিদয়িয় গোষ্ঠীর নাম।

8 তৃতীয় বার হারীম গোষ্ঠীর নাম। চতুর্থ বার সিয়োরীম গোষ্ঠীর নাম।

9 পঞ্চম বার মল্কিয় গোষ্ঠীর নাম। ষষ্ঠ বার মিয়ামীন গোষ্ঠীর নাম।

10 সপ্তম বার হক্কোষ গোষ্ঠীর নাম। অষ্টম বার অবিয় গোষ্ঠীর নাম।

11 নবম বার যেশূয় গোষ্ঠীর নাম। দশম বার শখনিয় গোষ্ঠীর নাম।

12 একাদশ বার ইলীয়াশীব গোষ্ঠীর নাম। দ্বাদশ বার যাকীম গোষ্ঠীর নাম।

13 ত্রয়োদশ বার হুপ্পের গোষ্ঠীর নাম। চতুর্দশ বার যেশবাব গোষ্ঠীর নাম।

14 পঞ্চদশ বার বিল্গা গোষ্ঠীর নাম। ষষ্ঠদশ বার ইম্মের গোষ্ঠীর নাম।

15 সপ্তদশ বার হেষীরে গোষ্ঠীর নাম। অষ্টাদশ বার হপ্পিসেস গোষ্ঠীর নাম।

16 উনবিংশতি বার পথাহিয় গোষ্ঠীর নাম। বিংশতি বার যিহিষ্কেল গোষ্ঠীর নাম।

17 একবিংশতি বার যাখীন গোষ্ঠীর নাম। দ্বাবিংশতি বার গামূল গোষ্ঠীর নাম।

18 ত্রয়োবিংশতি বার দলায় গোষ্ঠীর নাম। আর চতুর্বিংশতি বার উঠল মাসিয় গোষ্ঠীর নাম।

19 এইভাবে যাদের নাম উঠল তাদের প্রভুর মন্দিরের কাজের জন্য নিয়োগ করা হয়েছিল। হারোণকে প্রভু ইস্রায়েলের ঈশ্বর প্রদত্ত নিয়ম অনুযায়ী এঁদের মন্দিরের কাজ করতে হত।


অন্যান্য লেবীয়রা

20 অন্যান্য লেবিদের উত্তরপুরুষদের মধ্যে যাঁরা ছিলেন তাঁদের তালিকা দেওয়া হল: অম্রামের উত্তরপুরুষদের মধ্যে ছিলেন শবূয়েল আর শবূয়েলের উত্তরপুরুষদের মধ্যে থেকে যেহদিয়়।

21 রহবিয়র বংশধরদের মধ্যে ছিলেন বড় ছেলে যিশিয়।

22 যিষহরীয় পরিবারগোষ্ঠী থেকে ছিলেন শলোমোৎ। আর শলোমোতের পরিবার থেকে যহৎ।

23 হিব্রোণের পুত্রদের মধ্যে যথাক্রমে যিরিয়, অমরিয়, যহসীয়েল এবং যিকমিয়াম।

24 উষীয়েলের পুত্রদের মধ্যে মীখা আর তার পুত্র শামীর।

25 মীখার ভাই যিশিয়র পুত্রদের মধ্যে সখরিয়।

26 মরারির উত্তরপুরুষদের মধ্যে মহলি, মূশি আর যাসিয়।

27 এবং যাসিয়ের পুত্ররা ছিল শোহম, সক্কুর ও ইব্রি।

28 মহলির পুত্র ইলিয়াসরের কোনো পুত্র ছিল না।

29 কীশের পুত্রদের মধ্যে ছিলেন যিরহমেল।

30 আর মূশির পুত্রদের মধ্যে মহলি, এদর আর যিরেমোৎ। পরিবার অনুযায়ী এই সমস্ত লেবির নেতাদের নামই নথিভুক্ত আছে।

31 তারা বিশেষ কাজের জন্য মনোনীত হয়েছিল। তারা তাদের আত্মীয় হারোনের উত্তরপুরুষদের যাজকদের মতো ঘুঁটি চালতো। তারা লেবীয়র রাজা দায়ূদ, সাদোক অহীমেলক এবং যাজক ও লেবীয় পরিবারের নেতাদের সামনে ঘুঁটি চেলে ঠিক করতেন যে কে কি কাজ করবে। কাজের ভার দেবার সময় বড় পরিবার ও ছোট পরিবারগুলির সঙ্গে একই রকম ব্যবহার করা হত।

Bengali Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 2001 Bible League International

Bible League International
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন