গীত 125 - পবিত্র বাইবেলমন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত। 1 যে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে। তারা কখনই কাঁপবে না এবং তারা চিরদিন অব্যাহত থাকবে। 2 জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চারদিকে রয়েছেন। তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন। 3 দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না। যদি তাই হত তাহলে সৎ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো। 4 হে প্রভু, ভাল ও সৎ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন। শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সৎ ব্যবহার করুন। 5 মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে। প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন। ইস্রায়েলের শান্তি বজায় থাকুক! |
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International
Bible League International