ভূমিকা
প্রথম বংশাবলির যেখানে শেষ সেখানে দ্বিতীয় বংশাবলির শুরু। রাজা শলোমনের রাজত্ব কালের বিবরণ হইতে শুরু করিয়া তাঁহার মৃত্যু পর্যন্ত সমগ্র কাহিনী দিয়া দ্বিতীয় বংশাবলি পুস্তক আরম্ভ হইয়াছে। রহবিয়ামের বিরুদ্ধে যারবিয়ামের নেতৃত্বে উত্তরাঞ্চলের ইস্রায়েলীয়দের বিদ্রোহের বিবরণ, রাজা শলোমনের পুত্র তথা তাঁহার উত্তরাধিকারীর বিবরণ লিপিবদ্ধ করিবার পর এই বিবরণ খ্রীষ্ট পূর্ব 586 সালে দক্ষিণাঞ্চলের যিহূদা রাজ্যের যিরূশালেমের পতন পর্যন্ত ইতিহাস বর্ণিত হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
রাজা শলোমনের রাজত্বকাল - ১:১—৯:৩১
(ক) প্রারম্ভিক বৎসর সমূহ - ১:১-১৭
(খ) মন্দির নির্মাণ - ২:১—৭:১০
(গ) শেষের বৎসর সমূহ - ৭:১১—৯:৩১
উত্তরাঞ্চলের উপজাতিদের বিদ্রোহ - ১০:১-১৯
যিহূদার রাজন্যবর্গ - ১১:১—৩৬:১২
যিরূশালেমের পতন - ৩৬:১৩-২৩