২ বংশাবলি 4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর তিনি পিত্তলময় এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন, তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, প্রস্থ বিংশতি হস্ত ও উচ্চতা দশ হস্ত। 2 আর তিনি ছাঁচে ঢালা গোলাকার সমুদ্রপাত্র নির্মাণ করিলেন; তাহা এক কাণা অবধি অন্য কাণা পর্যন্ত দশ হস্ত ও তাহার উচ্চতা পাঁচ হস্ত, এবং তাহার পরিধি ত্রিশ হস্ত করিলেন। 3 তাহার চারিদিকে তাহার নিচে সমুদ্রপাত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ দশ আকৃতি ছিল; পাত্র ঢালিবার সময়ে সেই গবাকৃতির দুই শ্রেণী ছাঁচে ঢালা গিয়াছিল। 4 ঐ পাত্র বারোটি গরুর উপরে স্থাপিত ছিল, তাহাদের তিনটি উত্তরমুখ, তিনটি পশ্চিমমুখ, তিনটি দক্ষিণমুখ ও তিনটি পূর্বমুখ ছিল, এবং সমুদ্রপাত্র তাহাদের উপরে রহিল; তাহাদের সকলের পশ্চাদ্ভাগ ভিতরে থাকিল। 5 ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু ও তাহার কাণা, পানপাত্রের কাণার সদৃশ, শোষণ পুষ্পাকার ছিল, তাহাতে তিন সহস্র বাৎ জল ধরিত। 6 আর তিনি দশটি প্রক্ষালনপাত্র নির্মাণ করিলেন, এবং প্রক্ষালনার্থে তাহার পাঁচটি দক্ষিণে ও পাঁচটি বামে স্থাপন করিলেন; তাহার মধ্যে তাহারা হোম বলিদানের সামগ্রী প্রক্ষালন করিত, কিন্তু সমুদ্রপাত্র যাজকদের প্রক্ষালনার্থে ছিল। 7 আর তিনি বিধিমতে স্বর্ণময় দশটি দীপাধার নির্মাণ করিয়া মন্দিরে স্থাপন করিলেন, তাহার পাঁচটি দক্ষিণে ও পাঁচটি বামে রাখিলেন। 8 আর তিনি দশখানি মেজও নির্মাণ করিলেন, তাঁহার পাঁচখানি দক্ষিণে ও পাঁচখানি বামে মন্দিরের মধ্যে রাখিলেন। আর তিনি একশত স্বর্ণময় বাটিও নির্মাণ করিলেন। 9 আর তিনি যাজকদের প্রাঙ্গণ, বৃহৎ প্রাঙ্গণ ও প্রাঙ্গণের দ্বার সকল নির্মাণ করিলেন, ও তাহার কবাটগুলি পিত্তলে মুড়িলেন। 10 আর সমুদ্রপাত্র দক্ষিণ পার্শ্বে পূর্বদিকে দক্ষিণ দিকের সম্মুখে স্থাপন করিলেন। 11 আর হূরম স্থালী, হাতা ও বাটি সকল নির্মাণ করিল। এইরূপে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কর্মে প্রবৃত্ত হইয়াছিল, তাহা সমাপ্ত করিল। 12 অর্থাৎ দুই স্তম্ভ ও সেই দুই স্তম্ভের উপরিস্থ গোলাকার ও মাথলা, এবং সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক দুই জালকার্য, 13 এবং দুই জালকার্যের জন্য চারি শত দাড়িম্বাকার, অর্থাৎ স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক এক এক জালকার্যের জন্য দুই শ্রেণী দাড়িম্বাকার করিল। 14 আর সে পীঠ সকল নির্মাণ করিল, এবং সেই পীঠের উপরে প্রক্ষালনপাত্র সকল নির্মাণ করিল; 15 এক সমুদ্রপাত্র ও তাহার নিচে বারোটি গরু; 16 এবং স্থালী, হাতা ও ত্রিকণ্টক শূল এবং অন্য সমস্ত পাত্র হূরম-আবি শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্য তেজস্বী পিত্তলে নির্মাণ করিল। 17 রাজা যর্দনের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কর্দমভূমিতে তাহা ঢালাইলেন। 18 আর শলোমন এই যে সকল পাত্র নির্মাণ করিলেন, তাহা প্রচুর, কেননা পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না। 19 শলোমন ঈশ্বরের গৃহস্থিত সমস্ত পাত্র, এবং স্বর্ণময় বেদি, ও দর্শন-রুটি রাখিবার মেজ, 20 এবং অন্তর্গৃহের সম্মুখে বিধিমতে জ্বালাইবার জন্য নির্মল স্বর্ণের দ্বীপাধার সকল, 21 এবং পুষ্প, প্রদীপ ও চিমটা সকল স্বর্ণে নির্মাণ করিলেন, সেই স্বর্ণ বিশুদ্ধ; 22 আর কর্তরী, বাটি, চামচ ও অঙ্গারপাত্র নির্মল স্বর্ণে, এবং গৃহের দ্বার, মহাপবিত্র স্থানের ভিতরের কবাট ও গৃহের অর্থাৎ মন্দিরের কবাট সকল স্বর্ণে নির্মাণ করিলেন। |
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
Bangladesh Bible Society