Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

২ বংশাবলি 3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)


মন্দির নির্মাণ

1 পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্বতে সদাপ্রভুর গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন; [সদাপ্রভু] সেই স্থানে তাঁহার পিতা দায়ূদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ূদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন; তাহা যিবূষীয় অর্ণানের খামার।

2 তিনি আপন রাজত্বের চতুর্থ বৎসরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে নির্মাণ কার্য আরম্ভ করিলেন।

3 শলোমন ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে যে মূল উপদেশ পাইয়াছিলেন, তদনুসারে হস্তের প্রাচীন পরিমাপ অনুসারে গৃহের দীর্ঘতা ষাট হস্ত ও প্রস্থ বিংশতি হস্ত করা হইল।

4 আর গৃহের সম্মুখস্থ বারান্দা গৃহের প্রস্থানুসারে বিংশতি হস্ত দীর্ঘ ও একশত বিংশতি হস্ত উচ্চ হইল; আর তিনি ভিতরে তাহা নির্মল স্বর্ণে মুড়াইলেন।

5 তিনি বৃহৎ গৃহের গাত্র উত্তম স্বর্ণমণ্ডিত দেবদারু কাষ্ঠে আবৃত করিলেন ও তাহার উপরে খর্জুরবৃক্ষ ও শৃঙ্খলাকৃতি করিলেন।

6 আর শোভার নিমিত্ত গৃহটি মূল্যবান প্রস্তরে অলঙ্কৃত করিলেন; ঐ স্বর্ণ পর্বয়িম দেশের স্বর্ণ।

7 আর তিনি গৃহ, গৃহের কড়িকাষ্ঠ, গোবরাট, দেওয়াল ও কবাট স্বর্ণে মুড়াইলেন, এবং দেওয়ালের উপরে করূবাকৃতি ক্ষুদিলেন।

8 আর তিনি অতি পবিত্র গৃহ নির্মাণ করিলেন, তাহার দীর্ঘতা গৃহের প্রস্থের ন্যায় বিংশতি হস্ত ও প্রস্থ বিংশতি হস্ত; এবং তিনি ছয়শত তালন্ত উত্তম স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন।

9 প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল স্বর্ণ। তিনি উপরিস্থ কুঠরি সকলও স্বর্ণ দ্বারা মুড়াইলেন।

10 অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকালকার্য দ্বারা দুই করূব নির্মাণ করিলেন; আর তাহা স্বর্ণে মুড়ান হইল।

11 এই করূব দুইটির পক্ষ বিংশতি হস্ত দীর্ঘ, একটির পাঁচ হস্ত দীর্ঘ এক পক্ষ গৃহের দেওয়াল স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ অন্য পক্ষ দ্বিতীয় করূবের পক্ষ স্পর্শ করিল।

12 সেই করূবের পাঁচ হস্ত দীর্ঘ প্রথম পক্ষ গৃহের দেওয়াল স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ দ্বিতীয় পক্ষ ঐ করূবের পক্ষ স্পর্শ করিল।

13 সেই করূব দুইটির পক্ষ চতুষ্টয় বিংশতি হস্ত বিস্তারিত, তাহারা চরণে দণ্ডায়মান, এবং তাহাদের মুখ গৃহের দিকে ছিল।

14 আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসীনা-সূত্র নির্মিত তিরস্করিণী প্রস্তুত করিলেন ও তাহাতে করূবাকৃতি করিলেন।

15 আর তিনি গৃহের সম্মুখে পঁয়ত্রিশ হস্ত উচ্চ দুই স্তম্ভ করিলেন, এক এক স্তম্ভের উপরে যে মাথলা তাহা পাঁচ হস্ত উচ্চ হইল।

16 আর তিনি অন্তর্গৃহে শৃঙ্খল করিয়া সেই স্তম্ভের মস্তকে দিলেন, এবং একশত দাড়িম্বাকৃতি করিয়া ঐ শৃঙ্খলের উপরে রাখিলেন।

17 সেই দুইটি স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটি দক্ষিণে ও অন্যটি বামে রাখিলেন, এবং যেটি দক্ষিণে, সেটির নাম যাখীন [তিনি স্থির করিবেন] ও যেটি বামে, সেটির নাম বোয়স [ইহাতেই বল] রাখিলেন।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন