Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

১ পিতর INTRO1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1

ভূমিকা
এই পত্রটির লেখক প্রভু যীশু খ্রীষ্টের অন্যতম প্রেরিত শিষ্য পিতর। এশিয়া মাইনরের উত্তরাংশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়াইয়া থাকা খ্রীষ্টভক্তদের উদ্দেশ্যে পত্রখানি তিনি লিখিয়াছিলেন। “ঈশ্বরের এই মনোনীত প্রজারা” সেখানে উদ্বাস্তুরূপে বাস করিত এবং সেখানে তাহাদের ধর্ম বিশ্বাসের জন্য চরম লাঞ্ছনা আর নিপীড়ন ভোগ করিতে হইতেছিল। তাই তাহাদের উৎসাহ ও প্রেরণা দিবার জন্য পিতর এই পত্রখানি লিখিয়াছিলেন। লেখক যীশু খ্রীষ্টের সুসমাচারের কথা, অর্থাৎ তাঁহার মৃত্যু, পুনরুত্থান ও প্রতিশ্রুত পুনরাগমনের কথা তাঁহার পাঠকদের মনে করাইয়া দিয়াছেন যাহা তাহাদের অন্তরে আশার সঞ্চার করিবে। এই আশার আলোকে তাহাদের নিপীড়ন বরণ করিয়া সহ্য করিতে হইবে এবং সুচিন্তিতভাবে জানিতে হইবে যে, তাহাদের বিশ্বাস খাঁটি কিনা- এই নির্যাতন তাহারই পরীক্ষা। ইহার পর “যেদিন খ্রীষ্ট আত্মপ্রকাশ করিবেন” সেই দিন তাহারা পুরস্কৃত হইবে। এই দুঃখ-নির্যাতনের দিনে তাহাদের উৎসাহ ও আশ্বাস দানের সহিত পিতর তাহাদের অনুরোধ জানাইয়াছেন যেন তাহারা খ্রীষ্টের প্রজার উপযুক্ত পবিত্র জীবন যাপন করে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-২
ঈশ্বরের পরিত্রাণ সম্পর্কে প্রত্যাশা - ১:৩-১২
পবিত্র জীবন যাপনের উপদেশ - ১:১৩—২:১০
দুঃখ-নির্যাতনের দিনে খ্রীষ্টভক্তদের দায়িত্ব - ২:১১—৪:১৯
খ্রীষ্টীয় নম্রতা ও সেবা - ৫:১-১১
উপসংহার - ৫:১২-১৪

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন