ভূমিকা
খ্রীষ্টপূর্ব ৭২১ অব্দে শমরিয়ার পতনের পূর্বে ভাববাদী আমোসের পরবর্তীকালে দেশ যখন সমস্যা ও অনাচারে জর্জরিত তখন ভাববাদী হোশেয় ইস্রায়েল রাজ্যের উত্তর অংশে প্রচারকার্য করিয়াছিলেন। তাঁহার প্রচারের বিষয় ছিল বিশেষতঃ দেশের মানুষের ব্যভিচার ও ঈশ্বরের প্রতি অবিশ্বস্ততা। হোশেয় এই অবিশ্বস্ততাকে এক বিশ্বাসঘাতিনী নারীর সহিত তাঁহার বিবাহের ফলে নিজের বিপর্যস্ত বৈবাহিক জীবনের যন্ত্রণার রূপকল্প দিয়া দৃঢ়ভাবে ফুটাইয়া তুলিয়াছেন। তাঁহার স্ত্রী গোমর যেভাবে তাঁহার দিক হইতে মুখ ফিরাইয়া অবিশ্বস্ত হইয়াছিল, ঠিক সেইভাবে ঈশ্বরের প্রজারা ঈশ্বরকে পরিত্যাগ করিয়াছিল। এই জন্য ইস্রায়েলের উপর বিচারের দণ্ড নামিয়া আসিয়াছিল। কিন্তু তাহা সত্ত্বেও প্রজাদের জন্য ঈশ্বরের অন্তহীন ভালবাসা বজায় থাকিয়াছে এবং তিনি ইস্রায়েল জাতিকে জয় করিয়া আবার আপনার নিকটে ফিরাইয়া আনিয়াছেন এবং তাঁহার সহিত তাহাদের সম্বন্ধকে পুনরায় স্থাপন করিয়াছেন। এই ভালবাসাই এই পুস্তকে আবেগমথিত কথার মধ্যে প্রকাশ পাইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
হোশেয়ের বিবাহ ও পরিবার - ১:১—৩:৫
ইস্রায়েলের বিরুদ্ধে বার্তা - ৪:১—১৩:১৬
অনুতাপ ও প্রতিশ্রুতির বার্তা - ১৪:১-৯