ভূমিকা
খ্রীষ্টপূর্ব সপ্তম শতকের প্রায় শেষভাগে বাবিল-রাজ যখন ক্ষমতায় অধিষ্ঠিত, সেই সময় ভাববাদী হবক্কূক এই সমস্ত ভবিষ্যদ্বাণী উচ্চারণ করিয়াছিলেন। লোকদের নিষ্ঠুর অত্যাচারে বিব্রত হবক্কূকের প্রশ্ন জাগিয়াছিল যে, সদাপ্রভু কেন নীরব হইয়া থাকেন, যখন অত্যাচারীরা তাহাদের চেয়ে ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের ধ্বংস করে?’
সদাপ্রভু হবক্কূকের প্রশ্নের উত্তর দিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন যে, তিনি তাঁহার নিরূপিত উপযুক্ত সময়ে ইহার প্রতিশোধ লইবেন ও যাহারা ন্যায়নিষ্ঠ এবং ঈশ্বরের বিশ্বস্ত সেবক তাহারা বাঁচিবে, বিনাশের হাত হইতে রক্ষা পাইবে (২:৪)।
পুস্তকটির অবশিষ্টাংশে রহিয়াছে পাপাচারীর ধ্বংসের ভবিষ্যদ্বাণী।
বিষয়বস্তুর রূপরেখা:
হবক্কূকের অভিযোগ ও সদাপ্রভুর উত্তর - ১:১—২:৪
দুরাচারীর সর্বনাশ - ২:৫-২০
হবক্কূকের প্রার্থনা - ৩:১-১৯