Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

লেবীয় পুস্তক 9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 পরে অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে, এবং ইস্রায়েলের প্রাচীনবর্গকে ডাকিলেন।

2 তখন তিনি হারোণকে কহিলেন, তুমি পাপার্থক বলির নিমিত্তে নির্দোষ একটি পুংগোবৎস, ও হোমবলির নিমিত্তে নির্দোষ একটি মেষ লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত কর।

3 আর ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে বলিদানার্থে পাপার্থক বলির নিমিত্তে একটি ছাগ, হোমবলির নিমিত্তে একবর্ষীয় নির্দোষ এক গোবৎস ও একটি মেষবৎস,

4 এবং মঙ্গলার্থক বলির জন্য একটি বৃষ ও একটি মেষ, এবং তৈলমিশ্রিত ভক্ষ্য-নৈবেদ্য লইবে; কেননা অদ্য সদাপ্রভু তোমাদিগকে দর্শন দিবেন।

5 তখন তাহারা মোশির আজ্ঞা অনুসারে এই সকল সমাগম-তাম্বুর সম্মুখে আনিল, আর সমস্ত মণ্ডলী নিকটবর্তী হইয়া সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইল।

6 পরে মোশি কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই কর্ম করিতে আজ্ঞা করিয়াছেন, ইহা করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে।

7 তখন মোশি হারোণকে কহিলেন, তুমি বেদির নিকটে যাও, তোমার পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ কর, আপনার ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার নিবেদন করিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়াছিলেন।

8 তাহাতে হারোণ বেদির নিকটে গিয়া আপনার জন্য পাপার্থক বলির গোবৎস হনন করিলেন।

9 পরে হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলেন; ও তিনি আপন অঙ্গুলি রক্তে ডুবাইয়া বেদির শৃঙ্গের উপরে দিলেন, এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢালিলেন।

10 আর পাপার্থক বলির মেদ, মেটিয়া ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক বেদির উপরে দগ্ধ করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

11 কিন্তু তাহার মাংস ও চর্ম শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন।

12 পরে তিনি হোমার্থক বলি হনন করিলেন, এবং হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলে তিনি বেদির উপরে চারিদিকে তাহা প্রক্ষেপ করিলেন।

13 পরে তাঁহারা হোমবলির মাংসখণ্ড সকল ও মস্তক তাঁহার নিকটে আনিলেন; এবং তিনি সেই সকল বেদির উপরে দগ্ধ করিলেন।

14 পরে তাহার অন্ত্র ও পদ ধৌত করিয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন।

15 পরে তিনি লোকদের উপহার নিকটে আনিলেন, এবং লোকদের জন্য পাপার্থক বলির ছাগ লইয়া প্রথমটির ন্যায় হনন করিয়া পাপের জন্য উৎসর্গ করিলেন।

16 পরে তিনি হোমবলি আনিয়া বিধিমতে উৎসর্গ করিলেন।

17 আর ভক্ষ্য-নৈবেদ্য আনিয়া তাহার এক মুষ্টি লইয়া বেদির উপরে দগ্ধ করিলেন। ইহা ছাড়া তিনি প্রাতঃকালীন হোমবলি দান করিলেন।

18 পরে তিনি লোকদের জন্য মঙ্গলার্থক বলি ঐ বৃষ ও মেষ হনন করিলেন, এবং হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলে তিনি বেদির উপরে চারিদিকে তাহা প্রক্ষেপ করিলেন।

19 পরে বৃষের মেদ ও মেষের লেজ এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক,

20 এই সমস্ত মেদ লইয়া দুই বক্ষের উপরে রাখিলেন ও বেদির উপরে সেই মেদ দগ্ধ করিলেন।

21 আর হারোণ সদাপ্রভুর সম্মুখে দুই বক্ষ ও দক্ষিণ জঙ্ঘা দোলনীয় নৈবেদ্যরূপে দোলাইলেন; যেমন মোশি আজ্ঞা দিয়াছিলেন।

22 পরে হারোণ লোকদের দিকে আপন হস্ত বিস্তার করিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন; আর তিনি পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া নামিয়া আসিলেন।

23 আর মোশি ও হারোণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিলেন, পরে বাহির হইয়া লোকদিগকে আশীর্বাদ করিলেন; তখন সমস্ত লোকের নিকটে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইল।

24 আর সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া বেদির উপরিস্থ হোমবলি ও মেদ ভস্ম করিল; তাহা দেখিয়া সমস্ত লোক আনন্দ-রব করিয়া উবুড় হইয়া পড়িল।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন