Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

যিহোশূয় 12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)


পরাভূত রাজগণের তালিকা

1 যর্দনের পারে সূর্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোন পর্বত পর্যন্ত, এবং পূর্বদিক্‌স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।

2 হিষ্‌বোন-নিবাসী ইমোরীয়দের সীহোন রাজা; তিনি অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং অর্ধ গিলিয়দ, অম্মোন-সন্তানদের সীমা যব্বোক নদী পর্যন্ত,

3 এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা তলভূমিতে, পূর্বদিকে, ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা তলভূমিস্থ লবণ-সমুদ্র পর্যন্ত, পূর্বদিকে, এবং পিস্‌গা-পার্শ্বের নিম্নস্থিত দক্ষিণ দেশে রাজত্ব করিতে ছিলেন।

4 আর বাশনের রাজা ওগের অঞ্চল; তিনি অবশিষ্ট রফায়ীয় বংশোদ্ভব ছিলেন, এবং অষ্টারোতে ও ইদ্রিয়ীতে বাস করিতেন;

5 আর হর্মোণ পর্বতে সল্‌খাতে এবং গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত সমুদয় বাশন দেশে, এবং হিষ্‌বোনের সীহোন রাজার সীমা পর্যন্ত অর্ধ গিলিয়দ দেশে কর্তৃত্ব করিতেছিলেন।

6 সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানগণ ইহাদিগকে আঘাত করিয়াছিলেন, এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্ধ বংশকে দিয়াছিলেন।

7 যর্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের তলভূমিতে স্থিত বাল্‌গাদ হইতে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণ দেশের যে যে রাজাকে আঘাত করিলেন, ও যিহোশূয় যাহাদের দেশ অধিকারার্থে স্ব স্ব বিভাগানুসারে ইস্রায়েলের বংশসমূহকে দিলেন,

8 সেই সকল রাজা, অর্থাৎ পর্বতময় দেশ, নিম্নভূমি, অরাবা তলভূমি, পর্বত-পার্শ্ব, প্রান্তর ও দক্ষিণাঞ্চল-নিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয়, হিব্বীয় ও যিবূষীয় [সকল রাজা] এই এই।

9 যিরীহোর এক রাজা, বৈথেলের নিকটস্থ অয়ের এক রাজা,

10 যিরূশালেমের এক রাজা, হিব্রোণের এক রাজা,

11 যর্মূতের এক রাজা, লাখীশের এক রাজা,

12 ইগ্লোনের এক রাজা, গেষরের এক রাজা,

13 দবীরের এক রাজা, গেদরের এক রাজা,

14 হর্মার এক রাজা, অরাদের এক রাজা,

15 লিব্‌নার এক রাজা, অদুল্লমের এক রাজা,

16 মক্কেদার এক রাজা, বৈথেলের এক রাজা,

17 তপূহের এক রাজা, হেফরের এক রাজা,

18 অফেকের এক রাজা, লশারোণের এক রাজা,

19 মাদোনের এক রাজা, হাৎসোরের এক রাজা,

20 শিম্রোণ-মরোণের এক রাজা, অক্‌ষফের এক রাজা,

21 তানকের এক রাজা, মগিদ্দোর এক রাজা,

22 কেদশের এক রাজা, কর্মিলস্থ যক্নিয়ামের এক রাজা,

23 দোর উপগিরিতে স্থিত দোরের এক রাজা, গিল্‌গলস্থ গোয়ীমের এক রাজা,

24 তির্সার এক রাজা; সর্বসুদ্ধ একত্রিশ রাজা।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন