ভূমিকা
ভাববাদী মীখা ছিলেন ভাববাদী যিশাইয়ের সমকালীন। তিনি ইস্রায়েল রাজ্যের দক্ষিণ অংশের যিহূদার একটি শহরের অধিবাসী। তাঁহার দৃঢ় বিশ্বাস ছিল যে, ভাববাদী আমোষ উত্তর রাজ্যের চরম পরিণতি সম্বন্ধে যে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যিহূদাকে সার্বিকভাবে জাতীয় স্তরে ঠিক সেই একই ধরনের দুর্বিপাকের সম্মুখীন হইতে হইবে। এই একই কারণে ঈশ্বর প্রজাদের ঘৃণ্য অবিচারের জন্য দণ্ড দান করিবেন। যাহা হউক, ভাববাদী মীখার বাণী সুস্পষ্টভাবে আগামী দিনের উল্লেখযোগ্য আশার চিহ্ন ও সঙ্কেতে পূর্ণ।
ঈশ্বরের অধীনে বিশ্বজনীন শান্তির চিত্রে সমৃদ্ধ অংশগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য (৪:১-৪), দায়ূদ-কুলজাত এক মহান রাজার আগমন ও শান্তি আনয়নের ভবিষ্যদ্বাণী (৫:২-৫) এবং মাত্র একটি পদে (৬:৮) সেই সারাংশ যাহা ইস্রায়েলের বেশির ভাগ ভাববাদীরা বলিতে চাহিয়াছেন, তাহা হইল: “হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?”
বিষয়বস্তুর রূপরেখা:
ইস্রায়েল ও যিহূদার বিচার - ১:১—৩:১২
শান্তি পুনঃস্থাপন - ৪:১—৫:১৫
সাবধানতা ও আশার বাণী - ৬:১—৭:২০