Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

পরমগীত INTRO1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1

ভূমিকা
পরমগীত একটি প্রেমগাথা। এই কবিতাগুলির অধিকাংশ গানেই নিবেদিত হইয়াছে প্রেমিকের উদ্দেশ্যে প্রেমিকার অথবা প্রেমিকার উদ্দেশ্যে প্রেমিকের অকুণ্ঠ প্রেম। কোন কোন অনুবাদে পুস্তকটিকে ‘শলোমনের গীত’ নামে অভিহিত করা হইয়াছে কারণ হিব্রু ভাষায় রচয়িতা হিসাবে তাঁহার নামই লিপিবদ্ধ আছে।
পরমগীতে ঈশ্বরের সহিত ভক্তের মধুর সম্পর্কের একটি চিত্র তুলিয়া ধরা হইয়াছে, এমনটিই অনেক সময় মনে করা হইয়া থাকে। যিহূদীরা এই কথাই মনে করেন এবং খ্রীষ্টে বিশ্বাসীরাও মনে করেন- পরমগীতে খ্রীষ্টের সহিত মণ্ডলীর সম্পর্কের একটি রূপকল্প চিত্রিত হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
১ম গান - ১:১—২:৭
২য় গান - ২:৮—৩:৫
৩য় গান - ৩:৬—৫:১
৪র্থ গান - ৫:২—৬:৩
৫ম গান - ৬:৪—৮:৪
৬ষ্ঠ গান - ৮:৫-১৪

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন