ভূমিকা
নহিমিয়ের পুস্তকটিকে চারিটি অংশে ভাগ করা যায়ঃ (১) যিরূশালেমে নহিমিয়ের প্রত্যাবর্তন। যিহূদা দেশের শাসকরূপে পারস্য-রাজ তাঁহাকে পাঠাইয়াছিলেন। (২) যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ। (৩) ঈশ্বরের ব্যবস্থা সর্বসমক্ষে পাঠ এবং প্রজাদের পাপ স্বীকার। (৪) যিহূদার শাসকরূপে নহিমিয়ের আরও কার্যাবলি।
এই পুস্তকে লিপিবদ্ধ উল্লেখযোগ্য বিষয় হইল, ঈশ্বরের উপর নহিমিয়ের গভীর নির্ভরশীলতা এবং ঈশ্বরের নিকটে তাঁহার পুনঃ পুনঃ প্রার্থনা।
বিষয়বস্তুর রূপরেখা:
যিরূশালেমে নহিমিয়ের প্রত্যাবর্তন - ১:১—২:২০
যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ - ৩:১—৭:৭৩
পবিত্র শাস্ত্র পাঠ ও নিয়ম স্থাপন - ৮:১—১০:৩৯
নহিমিয়ের আরও অন্যান্য কার্যাবলি - ১১:১—১৩:৩১