Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 58 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)


প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। দায়ূদের। মিক্‌তাম।

1 বীরগণ! তোমরা কি ধর্মনীতি কহিতেছ? মনুষ্য-সন্তানগণ! তোমরা কি ন্যায় বিচার করিতেছ?

2 তোমরা হৃদয়ে দুষ্টতা সাধন করিতেছ। দেশে স্বহস্তের উপদ্রব তৌল করিতেছ।

3 দুষ্টগণ গর্ভ হইতেই বিপথগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়।

4 তাহাদের বিষ সর্পবিষের মত; তাহারা বধির কালসর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে,

5 যে সাপুড়েদের স্বর শুনে না, নিপুণ মন্ত্রপাঠকের স্বর শুনে না।

6 হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও; সদাপ্রভু যুবসিংহদের কষের দন্ত উৎপাটন কর।

7 তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক, যে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।

8 দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক, সূর্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।

9 তোমাদের স্থালী কণ্টক টের না পাইতে, তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।

10 ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;

11 তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচারসাধক ঈশ্বর আছেন।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন