Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)


দায়ূদের।

1 সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।

2 সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল কর।

3 কেননা তোমার দয়া আমার নয়ন গোচর; আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি।

4 আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।

5 আমি দুরাচারদের সমাজ ঘৃণা করি, দুষ্টগণের সঙ্গে বসিব না।

6 আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু, এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব;

7 যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই, ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি।

8 সদাপ্রভু, আমি ভালবাসি তোমার নিবাস গৃহ, তোমার গৌরবের বাসস্থান।

9 পাপীদের সহিত আমার প্রাণ লইও না, রক্তপাতী মনুষ্যদের সহিত আমার জীবন লইও না।

10 তাহাদের হস্তে অনিষ্ট থাকে, তাহাদের দক্ষিণ হস্ত উৎকোচে পরিপূর্ণ।

11 কিন্তু আমি নিজ সিদ্ধতায় চলিব; আমাকে মুক্ত কর, ও আমার প্রতি কৃপা কর।

12 আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে; আমি মণ্ডলিগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন