Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 131 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)


আরোহণ-গীত। দায়ূদের।

1 সদাপ্রভু, আমার চিত্ত গর্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়ে, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়ে।

2 আমি আপন প্রাণকে শান্ত দান্ত করিয়াছি, সেই শিশুর ন্যায়, যে স্তন্য ছাড়িয়া মাতার সঙ্গে আছে, আমার প্রাণ ত্যক্তস্তন্য শিশুর ন্যায় আমার সঙ্গে আছে।

3 হে ইস্রায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা কর এখন অবধি অনন্তকাল পর্যন্ত।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন