গীত 123 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)আরোহণ-গীত। 1 আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমিই স্বর্গে সমাসীন। 2 দেখ, কর্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি, যত দিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন। 3 আমাদিগকে কৃপা কর, হে সদাপ্রভু, কৃপা কর, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি। 4 আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে, সুখী লোকদের বিদ্রূপে, অহঙ্কারীদের অবজ্ঞায়। |
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
Bangladesh Bible Society