Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 114 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 ইস্রায়েল যখন বাহির হইল মিসর হইতে, যাকোবের বংশ পরভাষী লোক হইতে,

2 তখন যিহূদা হইল তাঁহার ধর্মধাম, ইস্রায়েল হইল তাঁহার রাজ্য।

3 দেখিয়া সমুদ্র পলায়ন করিল, যর্দন উজানে বহিল।

4 পর্বতগণ লম্ফ দিল মেষের ন্যায়, উপপর্বতগণ লম্ফ দিল মেষশাবকের ন্যায়।

5 তোমার কি হইল, সমুদ্র, তুমি কেন পলাইলে? যর্দন, তুমি কেন উজানে বহিলে?

6 পর্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষের ন্যায়? উপপর্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষশাবকের ন্যায়?

7 পৃথিবী! তুমি কম্পিত হও, প্রভুর সাক্ষাতে, যাকোবের ঈশ্বরের সাক্ষাতে।

8 তিনি শৈলকে পরিণত করিলেন জলাশয়ে, চকমকি প্রস্তরকে জলের উৎসে।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন