Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গণনা পুস্তক 1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)


ইস্রায়েলীয়দের গোষ্ঠী গণনা

1 মিসর দেশ হইতে লোকদের বাহির হইয়া আসিবার পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের প্রথম দিবসে সদাপ্রভু সীনয় প্রান্তরে সমাগম-তাম্বুতে মোশিকে কহিলেন,

2 তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুলানুসারে, নাম-সংখ্যানুসারে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষের মস্তকের সংখ্যা গ্রহণ কর।

3 বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য, তাহাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাহাদিগকে গণনা কর।

4 আর প্রত্যেক বংশ হইতে এক একজন, আপন আপন পিতৃকুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হইবে।

5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে তাহাদের নাম এই- রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

6 শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।

7 যিহূদার পক্ষে অম্মীনাদবের পুত্র নহশোন।

8 ইষাখরের পক্ষে সূয়ারের পুত্র নথনেল।

9 সবূলূনের পক্ষে হেলোনের পুত্র ইলীয়াব।

10 যোষেফের পুত্রদের মধ্যে ইফ্রয়িমের পক্ষে অম্মীহূদের পুত্র ইলীশামা, মনঃশির পক্ষে পদাহসূরের পুত্র গমলীয়েল।

11 বিন্যামীনের পক্ষে গিদিয়োনির পুত্র অবীদান।

12 দানের পক্ষে অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর।

13 আশেরের পক্ষে অক্রণের পুত্র পগীয়েল।

14 গাদের পক্ষে দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ।

15 নপ্তালীর পক্ষে ঐননের পুত্র অহীরঃ।

16 ইহারা মণ্ডলীর সমাহূত লোক, আপন আপন পিতৃবংশের অধ্যক্ষ; ইহারা ইস্রায়েলের সহস্রপতি ছিল।

17 তখন মোশি ও হারোণ উল্লিখিত নামের ব্যক্তিদিগকে সঙ্গে লইলেন।

18 আর দ্বিতীয় মাসের প্রথম দিবসে সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া মস্তকের সংখ্যামতে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদের নাম-সংখ্যানুসারে তাহাদের গোষ্ঠী ও পিতৃকুল লিখিলেন।

19 এইরূপে মোশি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সীনয় প্রান্তরে তাহাদিগকে গণনা করিলেন।

20 ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তাহার সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে,

21 রূবেণ বংশের গণিত লোক ছেচল্লিশ সহস্র পাঁচ শত।

22 শিমিয়োন-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে,

23 শিমিয়োন বংশের গণিত লোক ঊনষাট সহস্র তিনশত।

24 গাদ-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

25 গাদ বংশের গণিত লোক পঁয়তাল্লিশ সহস্র ছয়শত পঞ্চাশ।

26 যিহূদা-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

27 যিহূদা বংশের গণিত লোক চুয়াত্তর সহস্র ছয়শত।

28 ইষাখর-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

29 ইষাখর বংশের গণিত লোক চুয়ান্ন সহস্র চারি শত।

30 সবূলূন-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

31 সবূলূন বংশের গণিত লোক সাতান্ন সহস্র চারি শত।

32 যোষেফ সন্তানগণের মধ্যে ইফ্রয়িম সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

33 ইফ্রয়িম বংশের গণিত লোক চল্লিশ সহস্র পাঁচ শত।

34 মনঃশি-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

35 মনঃশি বংশের গণিত লোক বত্রিশ সহস্র দুই শত।

36 বিন্যামীন-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

37 বিন্যামীন বংশের গণিত লোক পঁয়ত্রিশ সহস্র চারি শত।

38 দান-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

39 দান বংশের গণিত লোক বাষট্টি সহস্র সাত শত।

40 আশের-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

41 আশের বংশের গণিত লোক একচল্লিশ সহস্র পাঁচ শত।

42 নপ্তালি-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,

43 নপ্তালি বংশের গণিত লোক তিপান্ন সহস্র চারি শত।

44 এই সকল লোক মোশি ও হারোণ কর্তৃক এবং ইস্রায়েলের বারো জন অধ্যক্ষ অর্থাৎ আপন আপন পিতৃকুলের এক একজন অধ্যক্ষ কর্তৃক গণিত হইল।

45 স্ব স্ব পিতৃকুলানুসারে ইস্রায়েল-সন্তানগণ, অর্থাৎ বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষ গণিত হইলে,

46 গণিত লোকদের সংখ্যা ছয় লক্ষ তিন সহস্র পাঁচ শত পঞ্চাশ হইল।

47 আর লেবীয়েরা আপন পিতৃবংশানুসারে তাহাদের মধ্যে গণিত হইল না।

48 কেননা সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন,

49 তুমি কেবল লেবি বংশের গণনা করিও না, এবং ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহাদের সংখ্যা গ্রহণ করিও না।

50 কিন্তু সাক্ষ্যের আবাস ও তাহার সকল দ্রব্য ও তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধানের জন্য লেবীয়দিগকে নিযুক্ত করিও; তাহারা আবাস ও তাহার সমস্ত দ্রব্য বহিবে, এবং তাহারা তৎসংক্রান্ত পরিচর্যা করিবে, ও আবাসের চারিদিকে সন্নিবেশিত হইবে।

51 আর আবাস তুলিবার সময়ে লেবীয়েরা তাহা ভাঙ্গিবে; এবং আবাস স্থাপনের সময়ে লেবীয়েরা তাহা স্থাপন করিবে; অন্য গোষ্ঠীর লোক তাহার নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে।

52 আর ইস্রায়েল-সন্তানগণ আপন আপন সৈন্য অনুসারে আপন আপন শিবিরে আপন আপন পতাকার সমীপে সন্নিবেশিত হইবে।

53 কিন্তু ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর প্রতি যেন ক্রোধ না বর্তে, এই নিমিত্ত সাক্ষ্যের আবাসের চতুর্দিকে লেবীয়েরা সন্নিবেশিত হইবে, এবং লেবীয়েরা সাক্ষ্যের আবাসের রক্ষণীয় রক্ষা করিবে।

54 ইস্রায়েল সন্তানগণ সেইরূপ করিল; সদাপ্রভু মোশিকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাহারা সকলই করিল।

Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.

Bangladesh Bible Society
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন