ভূমিকা
খ্রীষ্টপূর্ব ৫৮৬ অব্দে যিরূশালেমের পতনের পর দেশে যখন অস্থির অবস্থার সৃষ্টি হইয়াছিল, সেই সময় যিহূদার দক্ষিণ-পূর্বে অবস্থিত পুরাতন শত্রু ইদোম যিরূশালেমের পতনে শুধু উল্লসিতই হয় নাই উপরন্তু যিহূদার বিপর্যয়ে সেই দেশে লুঠতরাজের সুযোগ লইয়াছিল এবং আক্রমণকারীকে সাহায্য করিয়াছিল। এই অস্থিরতার যুগেই কোন এক সময়ে ছোট্ট এই পুস্তকখানি প্রকাশিত হয়। এই পুস্তকে ভাববাদী ওবদিয় ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যে, ইস্রায়েলের শত্রু অন্যান্য জাতির সহিত ইদোমও দণ্ডিত ও পরাজিত হইবে।
বিষয়বস্তুর রূপরেখা:
ইদোমের দণ্ড - ১-১৪
প্রভুর দিন - ১৫-২১