ইয়োব 26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)ইয়োবের শেষ উত্তর 1 তখন ইয়োব উত্তর করিয়া কহিলেন, 2 তুমি বলহীনের কেমন সাহায্য করিলে! দুর্বল বাহুকে কেমন নিস্তার করিলে! 3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করিলে! 4 তুমি কাহার কাছে কথা কহিলে? তোমা হইতে কাহার নিশ্বাস নির্গত হইল? 5 প্রেতগণ কম্পিত হয়, জলরাশির ও তন্নিবাসীদের নীচে। 6 তাঁহার সম্মুখে পাতাল অনাবৃত, বিনাশ স্থান অনাচ্ছাদিত। 7 তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন, 8 তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না। 9 তিনি নিজ সিংহাসনের মুখ আচ্ছাদন করেন, আপন মেঘ দ্বারা তাহা আবৃত করেন। 10 তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখিয়াছেন, অন্ধকার ও দীপ্তির মধ্যবর্তী সীমা পর্যন্ত। 11 গগনমণ্ডলের স্তম্ভ সকল কম্পিত হয়, তাঁহার ভর্ৎসনায় চমকিয়া উঠে। 12 তিনি আপন পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, আপন বুদ্ধিতে গর্বীকে আঘাত করেন। 13 তাঁহার শ্বাসে আকাশ পরিষ্কার হয়; তাঁহারই হস্ত পলায়মান নাগকে বিদ্ধ করিয়াছে। 14 দেখ, এই সকল তাহার মার্গের প্রান্ত; তাঁহার বিষয়ে কাকলীমাত্র শুনা যায়; কিন্তু তাঁহার পরাক্রমের গর্জন কে বুঝিতে পারে? |
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
Bangladesh Bible Society