ভূমিকা
আমোষ ছিলেন এমন একজন ভাববাদী, যাঁহার বাণী সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা হইয়াছে। যদিও তিনি যিহূদার একটি শহর হইতে আসিয়াছিলেন এবং ইস্রায়েল রাজ্যের উত্তর অংশের লোকদের নিকটে খ্রীষ্টপূর্ব প্রায় অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে তাঁহার বাণী প্রচার করিয়াছিলেন। এই সময়টিতে অত্যন্ত সমৃদ্ধি, লক্ষণীয় ধর্মানুরাগ এবং আপাতদৃষ্টিতে সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়াছিল। কিন্তু আমোষ দেখিয়াছিলেন যে, এই সমৃদ্ধি ধনবানদের মধ্যেই ছিল সীমাবদ্ধ এবং এই সম্পদ সংগৃহীত দরিদ্রদের উপরে অন্যায় অত্যাচার ও উৎপীড়নের মাধ্যমে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ছিল আন্তরিকতাহীন এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল আপাতদৃষ্টিতে বাস্তব। আবেগ ও সাহসিকতায় তিনি প্রচার করিয়াছিলেন যে, ঈশ্বর জাতিকে দণ্ডদান করিবেন। তিনি ন্যায় বিচারকে “মুক্তধারার মত প্রবাহিত হইতে” আহ্বান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, “মন্দকে ঘৃণা কর ও উত্তমকে ভালবাস, এবং নগর-দ্বারে ন্যায়বিচার স্থাপন কর; হয় ত বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোষেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন” (৫:১৫)।
বিষয়বস্তুর রূপরেখা:
ইস্রায়েলীয়দের প্রতিবেশীদের বিচার - ১:১—২:৫
ইস্রায়েলীয়দের বিচার - ২:৬—৬:১৪
পাঁচটি দর্শন - ৭:১—৯:১৫