Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

হগয় ভাববাদীর পুস্তক INTRO1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1

ভূমিকা
নবী হগয়ের পুস্তক হল সংক্ষিপ্ত বার্তার সঙ্কলন যা খ্রীস্টপূর্ব 520 অব্দে নবী হগয়ের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত হয়েছিল। প্রজারা নির্বাসন থেকে ফিরে এসে কিছু বৎসরের জন্য জেরুশালেমে বাস করেছিল কিন্তু মন্দির তখনও ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়েছিল। এই বার্তাগুলি নেতাদের মনে মন্দির পুনর্নির্মাণের আগ্রহ জাগিয়ে তোলে এবং আগামীদিনে পরিবর্তিত পবিত্র হৃদয় যাদের, তাদের জন্য প্রভু পরমেশ্বরের সমৃদ্ধি ও শান্তির প্রতিশ্রুতিতে আশান্বিত করে তোলে।
বিষয়বস্তুর রূপরেখা
মন্দির পুনর্নির্মাণের আদেশ 1:1-15
স্বস্তি ও প্রত্যাশার বার্তা 2:1-23

Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.

Copyright © 2016 by The Bible Society of India

Used by permission. All rights reserved worldwide.

Bible Society of India
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন