ভূমিকা
পরমগীত একটি প্রেমগাথা। এই কবিতাগুলির অধিকাংশ গানেই নিবেদিত হয়েছে প্রেমিকের উদ্দেশ্যে প্রেমিকার অথবা প্রেমিকার উদ্দেশ্যে প্রেমিকের অকুন্ঠ প্রেম। কোন কোন অনুবাদে পুস্তকটিকে ‘শলোমনের গীত’ নামে অভিহিত করা হয়েছে কারণ হিব্রু ভাষায় রচয়িতা হিসাবে তাঁর নামই লিপিবদ্ধ আছে।
পরমগীতে ঈশ্বরের সঙ্গে ভক্তের মধুর সম্পর্কের একটি চিত্র তুলে ধরা হয়েছে, এ কথাই অনেক সময় মনে করা হয়ে থাকে। ইহুদীরা এই কথাই মনে করেন এবং খ্রীষ্টানেরাও মনে করেন—পরমগীতে খ্রীষ্টের সঙ্গে মণ্ডলীর সম্পর্কের একটি রূপকল্প চিত্রিত হয়েছে।
বিষয়বস্তুর রূপরেখা
1ম গান 1:1—2:7
2য় গান 2:8—3:5
3য় গান 3:6—5:1
4র্থ গান 5:2—6:3
5ম গান 6:4—8:4
6ষ্ঠ গান 8:5—14