পরমগীত 8 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 তুমি যদি মোর সহোদর হতে, লালিত হতে যদি মোর জননীর স্তন সুধায়, তবে পথের মাঝে তোমায় চুম্বন করলেও মনে করত না কেউ কিছুই। 2 আমি নিয়ে যেতাম তোমায় আমার জননীর গৃহে, আমার শৈশবের লীলা নিকেতনে, সেখানে তুমি শিখাতে আমায় প্রেমের ললিত কলা। আমি দিতাম তোমায় মশলা সুরভিত মদিরা হাতে তুলে দিতাম আমার আনারের সুরা। 3 বামবাহু তব হবে মোর উপাধান, দক্ষিণ বাহুডোরে বাঁধিবে আমারে তুমি। 4 ওগো জেরুশালেমের কামিনীকুল, শপথ কর, দোহাই ওগো ভেঙ্গো না মোদের প্রেমের বাসর। ষষ্ঠ গীত সখীবৃন্দ: 5 মরুপথ বেয়ে কে আসে ঐ বাহুতে লগ্নবাহু প্রিয়া যে তার? জাগিয়েছিলাম তোমায় আমি সেই আপেলের তরুতলে, নিয়েছিলে জন্ম যেথা তুমি জননীর কোলে। আমাকে দিয়ে, শুধু আমাকে দিয়ে 6 ঘিরে রাখ তুমি তোমার হৃদয়খানি আমা বিনা আর বেঁধো না কারেও তব বাহুবন্ধনে। শক্তিধর সেই প্রেম মরণের মত, কামনা যেন অমোঘ মৃত্যু, জ্বলে ওঠে অগ্নিশিখার মত, দাউ দাউ করে জ্বলে লেলিহান অগ্নিশিখা। 7 জলসিঞ্চনে নেভে না এ আগুন বন্যাও ভাসাতে পারে না একে। ঐশ্বর্য সম্পদ দিয়ে যদি কেউ এ প্রেম কিনতে চায়, অবজ্ঞার বিড়ম্বনা ছাড়া পায় না কিছুই। নারী: 8 আমাদের ছোট্ট একটি বোন আছে যৌবন তার আসে নি এখনও কোন নবীন যুবক যদি আসে তার কাছে প্রেম নিবেদন মানসে, বল, কি করব আমরাএ তার জন্য? 9 সে যদি প্রাচীর হয়, তার উপরে সাজিয়ে দেব রজত মিনার যদি সে দ্বার হয় সে দ্বার সাজাব আমরা সীডার কাঠের শিল্প শোভায়। 10 আমি এক প্রাচীর স্বরূপা কুচযুগ মোর যেন তার সুউচ্চ মিনার। প্রেমিক আমার জানে এই কথা তারই মাঝে মোর পরম তৃপ্তি আনন্দ অপার। 11 বেল-হামোনে শলোমনেরএক দ্রাক্ষাকুঞ্জ ছিল, কৃষকেরা জমা নিয়েছিল সেই কুঞ্জখানি প্রত্যেকে তাকে ফসলের জন্য দিত সহস্র রজত মুদ্রা। 12 শলোমন পান সহস্র মুদ্রা, অংশরূপে পায় কৃষকেরা দুই শত। আমারও একটি দ্রাক্ষাকুঞ্জ আছে, সে আমার, আমারই একান্ত! 13 ওগো প্রিয়তম, শোনাও আমায় শোনাও মধুর স্বর তব সুললিত স্বর শোনার আশায় সখীরা আমার রয়েছে প্রতীক্ষায়। প্রিয়তম মোর ক্ষিপ্রচরণে হরিণের মত এস, মশলার বলে শিশু মৃগসম ত্বরিততরণে মোর উপবনে এস। |
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Bible Society of India