পরমগীত 6 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 ওগো অনন্যা রূপসী কন্যা, কোথা, কোন পথে গেছেন তব প্রিয় বল গো কন্যা বল, তোমার সাথে মোরা যাব তাঁর সন্ধানে। প্রেমিকা: 2 প্রীতম আমার এসেছেন তাঁর কাননে, সেথা সুগন্ধি তরুবীথিকা, তরুবীথিতলে শ্যামতৃণদলে তুষিছেন তিনি তাঁর মেষপাল, তারি সাথে তিনি সেই কাননের কুসুমকলি করেন চয়ন। 3 তিনি যে আমার, শুধু আমারই আমিও যে শুধু তাঁর। কুসুম কানন মাঝে তুষিছেন তিনি তাঁর মেষপালে। পঞ্চম গীত প্রেমিক: 4 প্রেয়সী, আমার, ওগো প্রিয়তমা, অপরূপা তুমি তিলোত্তমা। শুচিস্নিগ্ধ, সৌম সুন্দর তোমার রূপের মাধুরী, অসামান্য তুমি রাজ বৈভবে। 5 ফিরাও ফিরাও সখী আঁখি দুটি তব, চেও না অমন করে, আমি পারি না সহিতে। ঘন কুন্তল তব আষাঢ়ের মেঘমালা যেন ঘনায়িত নীলিমায় 6 শুভ্র দন্তপংক্তি যেন নিটোল মুক্তামালা হারায় নি একটিও। 7 গুন্ঠনতলে কপোল দুখানি তব ডালিমদানার লালিমায় উজ্জ্বল। 8 থাক না ষাটটি রাণী উপপত্নীও আশি থাক না তন্বী তরুণী সংখ্যাহীন 9 তোমার মত পাই নি কাউকে আমি কপোতীর মত ললিত ছন্দোময়ী তুমি যে অনিন্দিতা আমি তোমাকেই ভালবাসি। জননীর একমাত্র জাতিকা তুমি তার দুহিতা প্রিয়তমা! কামিনীকুলও মুগ্ধ তোমার রূপে রাণী-মহারাণী উপপত্নীরা যত মুখর তোমার রূপের প্রশংসায়। 10 কান্তদেহা কে ঐ রূপসী কন্যা, ঊষার আলোকবিভা দুনয়নে ঝরে, যেন ললিত লাবণ্যে ঘেরা চাঁদের সুষমা, যেন অরুণদীপ্তি সুচারু অঙ্গে ঝলসে, তেজদৃপ্ত মহিমাময়ী উন্নতশির ললনা? 11 উপত্যকার উপবনে মোর ফুটেছে কি ফুল, হয়েছে কি পল্লবিত দ্রাক্ষাকুঞ্জের লতাগুলি, মঞ্জরিত হয়েছে কি মোর ডালিমের গাছ? দেখিবার আশে আমি এসেছি যে নেমে বাদামের বীথিকুঞ্জে। 12 একি হল মোর? হৃদয়ের মাঝে একি হিল্লোল! ঘুমিয়েছিল যে প্রেম আমার বুকের মাঝে, কেন তুমি তারে জাগিয়ে দিলে আমি মরি যে লাজে! সখীরা: 13 নাচো, নাচো ওগো শূলেমবাসিনী কন্যা, আমরা দেখব তোমার নৃত্যপরা তনুভঙ্গিমা। দুসারি দর্শকমাঝে নৃত্যপরা তনুশোভা মোর দেখার এ আকাঙ্ক্ষা কেন তোমাদের? |
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Bible Society of India