Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

পরমগীত 5 - পবিএ বাইবেল CL Bible (BSI)


প্রেমিক:

1 পরাণ বঁধু মোর প্রেয়সী পিয়া, দেখ চেয়ে, আমি এসেছি আমার উপবনে, করেছি চয়ন সুরভি নির্যাস আর সুগন্ধি সম্ভার মৌচাক নিঙড়ানো মধু করেছি পান, করেছি পান আমি দুগ্ধের সাথে দ্রাক্ষামদিরা। সখীবৃন্দ (স্বগত): পান কর হে প্রেমিক যুগল আকন্ঠ কর পান প্রেমের মদিরা, তৃপ্ত কর তৃষিত হৃদয়।


চতুর্থ গীত প্রেমিকা:

2 দুনয়নে মোর নেমেছিল ঘুমঘোর তবু হৃদয় জেগেছিল, আমি স্বপনের মাঝে দেখি যে প্রিয় আমার আঘাত করিছে দ্বারে। ওগো প্রিয়া মোর কপোতী আমার অপাপবিদ্ধা বালা, দুয়ারখানি খোল। শিশিরে সিক্ত হল মস্তক আমার কেশদাম হতে শিশির ঝরে।


প্রেমিক: প্রেমিকা:

3 আমি খুলেছি আমার আবরণখানি কি করে আবার পরি, ধুয়েছি আমার চরণযুগল কি করে মলিন করি?

4 প্রিয়তম যবে অনুরাগভরে হাতখানি রাখে দ্বারে, উঠল যে নেচে পরাণ আমার আবেগে আকুল হিল্লোলে।

5 চকিত চমকে ছুটে যাই আমি দুয়ারখানি খোলার তরে। মোর দুটি করে অগুরু মাখানো, সুরভি আতরে আঙুল ভেজানো, আমি হাতখানি রাখি দ্বারে।

6 আকুল আবেগে খুলিনু দুয়ার, নাই, নাই সেথা নাই প্রিয় মোর হায়, হায় তিনি গেছেন ফিরে! আবাহন তাঁর করেছিল মোরে বিভোর বিবশ। খুঁজে ফিরি তাঁকে দুয়ারে দুয়ারে, নাই, নাই তিনি কোথাও যে নাই, ডেকে ডেকে আমি হয়েছি কাতর পাই না যে সাড়া তাঁর।

7 প্রহরায় রত প্রহরীরা মোরে করে বিক্ষত দারুণ প্রহারে, কেড়ে নিল মোর আবরণখানি প্রাচীর রক্ষী যত!

8 ওগো, তোমরা দেখা যদি পাও মোর দয়িতের বলো তারে, আমি তার বিরহে ব্যাকুল বিধুর।

9 ওগো অনন্যা রূপসী কন্যা, প্রিয়তম তব কিসে অনন্য কিবা রূপ তার কিবা গুণ, বলো কিবা তার মহিমা?


প্রেমিকা:

10 দয়িত আমার সুদেহী সুদর্শন লাখে না মিলয়ে এক।

11 কষিত কাঞ্চন বিভা শ্রীমুখে যে তাঁর ভ্রমরকৃষ্ণ কুঞ্চিত কেশদাম।

12 শুদ্ধসত্ত্ব আয়তলোচন যেন দুগ্ধ শুভ্র কপোত মিথুন, রয়েছে দাঁড়ায়ে তটিনীতীরে।

13 কপোলের শ্মশ্রুজাল সুবাসিত সুরভি আতরে যেন সুগন্ধি মশলার বন সুরভি বিতরে। তাঁর অধর যেন কুমুদ কুসুম নিঃশ্বাসে তাঁর অগুরু সুবাস।

14 সুগঠিত বাহুদ্বয়, রত্নখচিত অঙ্গুরীয় অঙ্গুলিতে শোভা পায়। সুঠাম সুন্দর নন্দন তনু তাঁর যেন সুচিক্কণ গজদম্ভে সুন্দর কারুকার্য নীলকান্ত মণির।

15 সুদৃঢ় বলিষ্ঠ পদদ্বয় যেন দুটি মর্মরস্তম্ভ, দুটি চরণের সুবর্ণ আধারে অপরূপ শোভাময়। সে যেন রাজকীয় মহিমায় সমুন্নত লেবানন গিরিবর শালতরু যেন তরুমাঝে তরুরাজ।

16 মুধমাখা বাণী তাঁর অমৃতের নির্ঝর! নয়নমোহন তিনি সর্বাঙ্গসুন্দর! ওগো জেরুশালেমের কামিনীফুল, মোর প্রিয়তম অপরূপ রূপময়, এই তাঁর পরিচয়

Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.

Copyright © 2016 by The Bible Society of India

Used by permission. All rights reserved worldwide.

Bible Society of India
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন