Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

পরমগীত 3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 বিরহ শয়নে কত নিশি হল ভোর আমি স্বপন দেখি যে তার সে যে দয়িত আমার! খুঁজে ফিরি তারে বার বার পাই নে যে দেখা, ডেকে ডেকে তারে পাই নে সাড়া!

2 ছুটে যাই আমি নগরের পথে পথে, অলিতে গলিতে ছুটে যাই কোথা মোর প্রিয়তম। হায়, সব খোঁজা হল সার, আমি পাই নে যে দেখা তার।

3 দেখা হল নগরের পথে রক্ষীদের সাথে আমি শুধাই তাদের, “তোমরা দেখেছ কি দয়িতকে মোর’’?

4 এগিয়ে যাই আমি তাদের ছেড়ে, দেখা পেলাম তার, সে যে চিরবাঞ্ছিত দয়িত আমার। আকুল আবেগে আলিঙ্গনে বাঁধি ফিরালাম তারে, নিয়ে এলাম নিভৃত গোপন অন্তঃপুরের একান্ত নিরালায়।

5 ওগো জেরুশালেমের মেয়েরা বনহরিণ আর বনহরিণীদের দোহাই ভেঙ্গে দিও না আমাদের প্রেমের বাসর।


তৃতীয় গীত প্রেমিকা:

6 ধূলিমেঘ তুলে কে আসে মরুপথে? ভেসে আসে যেন বণিকের ধূপ আর সুরভি সুবাস?

7 শলোমনের শিবিকা। ষষ্ঠদশ দেহরক্ষীবেষ্টিত ইসরায়েলী বাহিনীর সেরা নিপুণ সেনানী।

8 অসিচালনায় নিপুণ তারা মহাদক্ষ রণে। রাত্রির অতর্কিত আক্রমণ রোধে উদ্যত তরবারি হাতে সতর্ক-সজাগ।

9 লেবাননের সেরা কাঠ দিয়ে হয়েছে নির্মিত শলোমনের শিবিকা।

10 দণ্ডগুলি তার রূপো দিয়ে মোড়া, সোনার কারুকার্যে খচিত তার চন্দ্রাতপ, রক্তিম মখমলে ঢাকা আসনখানি তার, ভালবাসা মাখানো হাতে করেছে রচনা জেরুশালেমের কামিনীফুল।

11 ওগো সিয়োন ললনা, এস, দেখ আমার রাজা শলোমনকে, কিরীট শোভিত রাজা আমার। এ কিরীটখানি জননী যে তাঁর, বিবাহের মধুরলগণে আনন্দের মিলনবাসরে পরায়েছিলেন তাঁরে।

Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.

Copyright © 2016 by The Bible Society of India

Used by permission. All rights reserved worldwide.

Bible Society of India
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন