Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

পরমগীত 1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শলোমনের মধুরতম গীতি


প্রথম গীত প্রেমিকা:

2 ওগো প্রিয়তম, চুম্বনে চুম্বনে আজ ভরে দাও বিবশ অঙ্গ মোর, তোমার প্রেমের কাছে, সুরাও যে হার মানে।

3 তব প্রিয় নাম মোর হৃদয়ে ছড়ায় তব দেহ-সৌরভ, তাই তো তুমি হে নয়ন মোহন ললনার এত প্রিয়।

4 নিয়ে চল তুমি তব সাথে মোরে উধাও হয়ে যাই কোন সুদূরে, রাজা হও তুমি মোর, নিয়ে চল মোরে তোমার ঘরে। সেথা মোরা দোঁহে খুশীর জোয়ারে ভেসে রব অনুক্ষণ, প্রেমের পেয়ালা হাতে আকন্ঠ মদিরা পানে মোরা হব বিহ্বল। রমণীকুল যে মত্ত তোমারই প্রেমে, বিস্ময়ের কি আছে তাতে!

5 ওগো জেরুশালেমের তরুণীদল হতে পারি আমি শ্যামা, তবু আমি সুন্দরী, হলেও কেদরকুলের শিবিরের মত, শলোমনের প্রাসাদের পর্দার মত আমি পরম রমণীয়।

6 শ্যামা বলে ঘৃণা করো না আমায়, দগ্ধ এ তনু মোর প্রখর তপন তাপে। ক্রোধে ও অন্ধ ভাইয়েরা আমার করেছে আমায় পালিকা তাদের দ্রাক্ষাকুঞ্জ বনের, আমার দেহকুঞ্জের রূপ তাই বিশুষ্ক মলিন অযত্নে অনাদরে।

7 ওগো প্রিয়তম বল, কোথায় চরাও তুমি মেষপাল তোমার? কোথায় তাদের বিশ্রাম স্থান মধ্যাহ্নবেলায়? কেন মিছে আমি বেড়াব ঘুরে অন্য রাখালের মাঝে তোমার খোঁজে?


প্রেমিক:

8 ওগো সুন্দরীতমা, পথ যদি থাকে তোমার অজানা, চলে এস তুমি মেষপালের পথরেখা ধরে, চরিও তোমার ছাগশিশুদল রাখালিয়াদের তাম্বুর পাশে পাশে।

9 ওগো মোর প্রিয়তমা, ফারাও-এর রথের অশ্বকুলের মাঝে তুমি অশ্বিনীরূপসী যথা—সেই তব যোগ্য উপমা।

10 কেশপাশ তব কন্ঠে রয়েছে জড়ায়ে, যেন এক অপরূপ মণিহার।

11 তবু, তোমায় পরাব যতনে রজতখচিত সুবর্ণ কন্ঠহার।


প্রেমিকা:

12 রাজা আমার শয্যায় শুয়ে থাকেন যখন, ভরে যায় বাতাস তখন আমার অঙ্গের সৌরভে।

13 বক্ষলগ্ন আমার প্রিয়তম যেন এক মুঠো সুগন্ধি আতর,

14 প্রেমিক আমার এনগেদির দ্রাক্ষাকুঞ্জবনে ফুটে থাকা হেনাপুষ্পের সুরভির মত পরম সুন্দর।


প্রেমিক:

15 প্রিয়তমা মোর তুমি সুন্দর তুমি কত সুন্দর! ও দুটি নয়ন তোমার যেন শান্ত কপোত, প্রেমের প্রদীপ যেন।


প্রেমিকা:

16 ওগো প্রিয় মোর, তুমিও যে সুন্দর রূপবান তুমি, তুমি কত মনোহর, আমার আনন্দ তুমি! শ্যামল তৃণশায্যা মোদের বাসক শয়ন,

17 শাল তরু শাখা হবে চন্দ্রাতপ মোদের বাসরের, দেওদার শাখা তার ছাদ।

Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.

Copyright © 2016 by The Bible Society of India

Used by permission. All rights reserved worldwide.

Bible Society of India
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন