গণনা পুস্তক 7 - পবিএ বাইবেল CL Bible (BSI)ইসরায়েলী নেতৃবৃন্দের অর্ঘ্য নিবেদন 1 মোশি যে দিন শিবির সংস্থাপনের কাজ শেষ করলেন এবং সেটি অভিষিক্ত করে পবিত্র করলেন ও শিবিরের সকল সাজসরঞ্জাম, বেদী ও তার সকল আসবাবপত্র অভিষিক্ত ও পবিত্র করলেন, 2 সেই দিন ইসরায়েলীদের নেতৃবৃন্দ, গোষ্ঠীপতিগণ,- যাঁরা তালিকাভুক্ত লোকদের নায়করূপে নিযুক্ত হয়েছিলেন, 3 তাঁরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁদের উপহারসামগ্রী ছয়টি ছাউনি-ঢাকা গাড়ি বোঝাই করে বারোটি বলদসহ নিয়ে এলেন। প্রতি দুজন নায়ক একটি করে গাড়ি আর মাথা পিছু একটি করে বলদ নিয়ে শিবিরের সম্মুখে উপস্থিত হলেন। 4 প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, 5 তুমি এদের কাছ থেকে এগুলি গ্রহণ কর। এগুলি সম্মিলন শিবিরের কাজকর্মে ব্যবহার করা হবে। তুমি এগুলি লেবীয়দের মধ্যে প্রত্যেকের কাজ অনুযায়ী বন্টন করে দেবে। 6 মোশি ঐ গাড়ি ও বলদগুলি নিয়ে লেবীয়দের মধ্যে বন্টন করে দিলেন। 7 গের্শোনী গোষ্ঠীর লোকদের কাজ অনুযায়ী তিনি তাদের দুটি গাড়ি ও চারটি বলদ দিলেন। 8 মরারি গোষ্ঠীর লোকদের কাজ অনুযায়ী তিনি তাদের জন্য চারটি গাড়ি ও আটটি বলদ পুরোহিত হারোণের পুত্র ইথামরের কতৃত্বাধীনে দিলেন। 9 কিন্ত কোহাৎ গোষ্ঠীর লোকদের জন্য তিনি কিছুই দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের ভার তাদের উপর ন্যস্ত ছিল, সেগুলি তারা কাঁধে করেই বয়ে নিয়ে যেত। 10 বেদী অভিষিক্ত করার দিন নেতৃবৃন্দ বেদী প্রতিষ্ঠা উপলক্ষ্যে তাঁদের উপহারসামগ্রী নিয়ে এলেন এবং বেদীর সম্মুখে নিজ নিজ উপহার উৎসর্গ করলেন। 11 প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, বেদী প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক এক দিন এক এক জন নায়ক উপহার উৎসর্গ করবে। 12-83 এইভাবে তারা তাদের পালা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করল: দিন বংশ/গোষ্ঠী গোষ্ঠীপতি 1 ম যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 2 য় ইষাখর সূয়ারের পুত্র নথনেল 3 য় সবূলুন হেলোনের পুত্র ইলীয়াব 4 র্থ রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষুর 5 ম শিমিয়োন সুরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 6 ষ্ঠ গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ 7 ম ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 8 ম মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল 9 ম বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 10 ম দান অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর 11 শ আশের অক্রণের পুত্র পগীয়েল 12 শ নপ্তালি ঐনেলের পুত্র অহীর তাদের প্রত্যেকের নিবেদিত উপহার একই ধরণের ছিল: 130 শেকেল ওজনের একটি রূপোর থালা, ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের জন্য পীঠস্থানের মান অনুযায়ী সত্তর শেকেল ওজনের একটি রূপোর পাত্রে তেলের ময়ান দেওয়া পূর্ণ এক পাত্র ময়দা, সুগন্ধি ধূপে পূর্ণ 10 শেকেল ওজনের একটি সোনার পাত্র, একটি গোবৎস, একটি মেষ এবং হোমবলির জন্য এক বছর বয়সের একটি মেষশাবক, প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলির জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ এবং এক বছর বয়সের পাঁচটি মেষশাবক। দিন বংশ/গোষ্ঠী গোষ্ঠীপতি 84-88 বেদী প্রতিষ্ঠার জন্য বারোজন ইসরায়েলী নেতা নিম্নলিখিত সর্বমোট অর্ঘ্য সামগ্রী নিবেদন করেছিলেনঃ বারোটি রূপোর থালা এবং বারোটি রূপোর পাত্র-মোট ওজন 2,400 শেকেল, সুগন্ধি ধূপে পূর্ণ বারোটি সোনার পাত্র- মোট ওজন 120 শেকেল। বারোটি বৃষ, বারোটি মেষ, এক বছর বয়স্ক বারোটি মেষশাবক ও তাদের ভক্ষ্য নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলির জন্য বারোটি ছাগ। স্বস্ত্যয়ন বলির জন্য 24 টি বৃষ, 60 টি মেষ, 60 টি ছাগ এবং এক বছর বয়স্ক 60 টি মেষশাবক। 89 মোশি যখন প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার জন্য সম্মিলন শিবিরের ভিতরে যেতেন, তখন তিনি চুক্তি সিন্দুকের আবরণের উপরে স্থাপিত করূবমূর্তিদ্বয়ের মধ্যবর্তী স্থান থেকে প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর শুনতে পেতেন। প্রভু পরমেশ্বর সেখান থেকে তাঁর সঙ্গে বাক্যালাপ করতেন। |
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Bible Society of India