গণনা পুস্তক 4 - পবিএ বাইবেল CL Bible (BSI)কহাৎ গোষ্ঠীর দায়িত্ব 1 প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, 2 তোমরা লেবীয়দের মধ্যে থেকে নিজ নিজ পরিবার ও পিতৃকুল অনুযায়ী কোহাৎ গোষ্ঠীর 3 ত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর বয়সের সমস্ত লোক, যারা সম্মিলন শিবিরে পরিচর্যার কাজ করতে পারবে, তাদের গণনা কর। 4 সম্মিলন শিবিরের মধ্যে মহাপবিত্র স্থানে কোহাৎ গোষ্ঠীর লোকদের কাজ হবে এই: 5 শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা ভিতরে যাবে এবং ব্যবধানসূচক পর্দাটি খুলে নামিয়ে তার দ্বারা চুক্তি সিন্দুকটি ঢাকা দেবে 6 এবং তার উপরে শুশুকের চামড়ার আচ্ছাদন দেবে। তারপর সেটির উপরে নীল রঙের এক খণ্ড কাপড় পেতে দেবে এবং সেটিক বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি লাগিয়ে দেবে। 7 তারা প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক রুটি রাখার টেবিলের উপর এক খণ্ড নীল কাপড় পেতে দেবে এবং তার উপরে থালা, ধূপদান, বাটি ও পেয় নৈবেদ্যের কলসগুলি রাখব। নিত্যনৈমিত্তিক নৈবেদ্যের রুটিও তার উপরে রাখবে। 8 এগুলির উপরে তারা লাল রঙের এক খণ্ড কাপড় পেতে দেব এবং শুসুকের চামড়ার আচ্ছাদন দিয়ে তা ঢাকা দেবে ও সেটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে। 9 এক খণ্ড নীল কাপড় দিয়ে তারা দীপাধার, দীপ ও তার চিমটা, ছাইদান এবং দীপ জ্বালানোর জন্য তেল রাখার পাত্রগুলি ঢেকে দেবে। 10 দীপাধার ও তার সাজসরঞ্জাম শুশুকের ভারি চামড়ার আচ্ছাদন দিয়ে ঢেকে সেটিকে বয়ে নিয়ে যাওয়ার পাটাতনের উপরে রাখবে। 11 তারপর তারা স্বর্ণবেদীর উপরে নীল রঙের কাপড় বিছিয়ে দেবে এবং সেটিকে শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে ঢাকবে। তারপর সেটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে। 12 তারপর তারা পবিত্র স্থানের ক্রিয়াকর্মে ব্যবহার্য বাসনপত্র নিয়ে নীল রঙের এক খণ্ড কাপড়ের মধ্যে রাখবে এবং শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে সেগুলি ঢেকে বয়ে নিয়ে যাওয়ার পাটাতনের উপরে রাখবে। 13 তারপর তারা বেদীর ছাই পরিস্কার করে তার উপরে বেগুনী রঙের কাপড় পেতে দেব। 14 তার উপরে তারা বেদীর ক্রিয়াকর্মে ব্যবহার্য সকল পাত্র, ছাইদান, ত্রিশূল, হাতা, ডাবর ইতাদি রাখবে এবং শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে সেগুলি ঢাকবে এবং বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে। 15 এইভাবে শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা পবিত্র স্থান এবং সেখানকার সাজসরঞ্জাম আসবাবপত্রাদি ঢেকে দেওয়ার পর গোষ্ঠীর লোকেরা সেগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে। কিন্তু তারা কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না, তাহলে তাদের মৃত্যু হবে। সম্মিলন শিবিরের উক্ত দ্রব্যগুলি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কোহাৎ গোষ্ঠীর উপরে থাকবে। 16 দীপ জ্বালানোর তেল, সুগন্ধি ধূপ, নিত্যনৈমিত্তিক ভোগ এবং অভিষেকের তেল ইত্যাদির তত্ত্বাবধান, প্রভু পরমেশ্বরের শিবির এবং তার ভিতরকার সবকিছুর - পবিত্র স্থান এবং সেখানকার সমস্ত দ্রব্যাদির তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে হারোণের পুত্র পুরোহিত ইলিয়াসরের উপর। 17 প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে আরও বললেন, 18 তোমরা লেবীয়দের মধ্য থেকে কোহাৎ গোষ্ঠীর লোকদের উচ্ছিন্ন হতে দিও না। 19 তারা যখন মহাপবিত্র বস্তুসমূহের সান্নিধ্যে যাবে, তখন তারা যাতে বাঁচে, মারা না যায় তার জন্য তোমরা এই ব্যবস্থা করবে: হারোণ ও তার পুত্রেরা শিবিরের ভিতরে গিয়ে তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ ও বোঝা বওয়ার দায়িত্ব স্থির করে দেবে। 20 তারা যেন এক মুহূর্তের জন্যও পবিত্র বস্তুসমূহ দেখতে শিবিরের ভিতরে না যায়, গেলে তাদের মৃত্যু অবধারিত। 21 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 22 তুমি পরিবার ও পিতৃকুল অনুসারে গের্শোনের বংশধরদেরও সংখ্যা গণনা কর। 23 ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতজন পুরুষ সম্মিলন শিবিরে পরিচর্যার কাজে নিযুক্ত হতে পারে, তাদের একটি তালিকা প্রস্তুত কর। 24 গের্শোন গোষ্ঠীর লোকদের নির্দিষ্ট কাজ ও বোঝা বওয়ার দায়িত্ব হবে এই: 25 তারা শিবিরের পর্দাসমূহ, সম্মিলন শিবির ও তার আবরণ এবং তার উপরকার শুশুকের চামড়ার ছাউনি, সম্মিলন শিবিরদ্বারের পর্দা, 26 প্রাঙ্গণের পর্দা, শিবির ও বেদীর চারিদিকের প্রাঙ্গণদ্বারের পর্দা সেগুলির দড়িদড়া ও সাজসরঞ্জাম ইত্যাদি বয়ে নিয়ে যাবে এবং সেগুলির তত্ত্বাবধানের জন্য প্রয়োজনীয় সব কাজ তারা করবে। 27 হারোণ ও তার পুত্রদের নির্দেশ অনুসারে গের্শোন গোষ্ঠীর লোকেরা তাদের নির্দিষ্ট কাজ করবে এবং বোঝা বয়ে নিয়ে যাবে। তারা কোন কোন বোঝা নিয়ে যাবে, তা তোমরা ঠিক করে দেবে। 28 এই কাজগুলিই হবে সম্মিলন শিবিরে গের্শোন গোষ্ঠীর লোকদের করণীয় এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে তাদের কাজকর্ম পরিচালিত হবে। 29 আর তুমি মরারির বংশধরদেরও পরিবার ও পিতৃকুল অনুসারে গণনা কর। 30 ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতজন পুরুষ সম্মিলন শিবিরের পরিচর্যার কাজে নিযুক্ত হতে পারে, তাদের সংখ্যা গণনা কর। 31 সম্মিলন শিবিরে তাদের কাজের মধ্যে নিম্নলিখিত জিনিসগুলি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে: শিবিরের কাঠামোগুলি, সেগুলির খিল, খুঁটি, খাপ এবং 32 প্রাঙ্গণের চারিদিকের খুঁটি, সেগুলির খাপ, খোঁটা, দড়িদড়া এবং সেগুলির আনুষঙ্গিক সাজসরঞ্জাম। তোমরা তাদের প্রত্যেকের নামে নির্দিষ্ট বোঝা বওয়ার ভার দেবে। 33 এই হবে সম্মিলন শিবিরে মরারি গোষ্ঠীর লোকদের কাজ এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের অধীনে তারা কাজ করবে। লেবীয় গোষ্ঠীদের সংখ্যা গণনা 34-48 মোশি, হারোণ ও জনমণ্ডলীর নেতৃবৃন্দ কহাৎ, গের্শোন ও মরারি গোষ্ঠীর লোকদের পরিবার ও পিতৃকুল অনুসারে গণনা করলেন। ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যতজন পুরুষ সম্মিলন শিবিরে পরিচর্যার কাজ করতে পারে, তাদের সংখ্যা তাঁরা গণনা করলেন। কহাৎ, গের্শোন ও মরারি গোষ্ঠীর পরিবার অনুযায়ী তালিকাভুক্ত লোকের সংখ্যা হল এই: গোষ্ঠী সংখ্যা কোহাৎ 2,750 গের্শোন 2,630 মরারি 3,200 সর্বমোট 8,580 |
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Bible Society of India