গণনা পুস্তক 2 - পবিএ বাইবেল CL Bible (BSI)শিবির সন্নিবেশ ও যাত্রা সংক্রান্ত বিধি 1 প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে নির্দেশ দিলেন, 2 ইসরায়েলীর নিজ নিজ পিত-কুলের প্রতীক চিহ্নিত পতাকাতলে ছাউনি ফেলবে। সম্মিলন শিবিরের দিকে মুখ করে তার চারিদিকে তাদের ছাউনি ফেলতে হবে। 3-9 শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা 10-16 দক্ষিণ দিকে রূবেণ গোষ্ঠীর পতাকাতলে রূবেণ গোষ্ঠীর লোকেরা তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা রূবেণ শদেয়ূরের পুত্র ইলীষুর 46,500 শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 59,300 গাদ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ 45,650 সর্বমোট 151,450 রূবেণ গোষ্ঠীর লোকেরা দ্বিতীয় দফায় যাত্রা করবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা 17 এরপরে লেবীয়দের ছাউনির মধ্যবর্তী হয়ে সম্মিলন শিবির অগ্রসর হবে। শিবির স্থাপনের সময় যেমন, যাত্রার সময়ও তেমনি প্রত্যেকে তার নির্দিষ্ট পতাকাতলে এবং নির্দিষ্ট স্থান বজায় রেখে চলবে। 18-24 পশ্চিমদিকে ইফ্রয়িম গোষ্ঠীর পতকাতলে ইফ্রয়িম গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 40,500 মনঃশি পদাহশূরের পুত্র গমলীয়েল 32,200 বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 35,400 সর্বমোট 108,100 বংশ গোষ্ঠীপতি সংখ্যা 25-31 উত্তরদিকে, দান গোষ্ঠীর পতাকাতলে দান গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা দান অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর 62,700 আশের অক্রণের পুত্র পগীয়েল 41,500 নপ্তালি ঐননের পুত্র অহীর 53,400 সর্বমোট 157,600 এরা নিজ নিজ পতাকাসহ সর্বশেষে যাত্রা করবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা 32 এরাই ছিল পিতৃকুল অনুযায়ী তালিকাভুক্ত ইসরায়েলী জনগণ। বিভিন্ন গোষ্ঠীর বাহিনীতে তালিকাভুক্ত ইসরায়েলী ছাউনির লোকসংখ্যা ছিল সর্বমোট ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ। 33 মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে লেবীয়দের ইসরায়েলীদের সঙ্গে গণনা করা হল না। 34 ইসরায়েলীরা মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী চলত। নিজ নিজ গোষ্ঠী ও পরিবার অনুযায়ী তারা নিজেদের পতাকাতলে ছাউনি ফেলত এবং সেইভাবেই আবার যাত্রা করত। |
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Bible Society of India