গণনা পুস্তক 1 - পবিএ বাইবেল CL Bible (BSI)সিনাই প্রান্তরে ইসরায়েলীদের লোকগণনা 1 মিশর থেকে ইসরায়েলীরা মুক্ত হয়ে বেরিয়ে আসার পর দ্বিতীয় মাসের প্রথম দিন প্রভু পরমেশ্বর সিনাই প্রান্তরে সম্মিলন শিবিরে মোশিকে বললেন, 2 তোমরা পরিবার ও পিতৃকুল আনুযায়ী সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীর সংখ্যা গণনা কর এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক পুরুষের নাম তালিকাভুক্ত কর। 3-4 ইসরায়েলীদের মধ্যে কুড়ি বছর এবং তার চেয়ে বেশি বয়সের যত পুরুষ যুদ্ধ করতে সক্ষম, তুমি ও হারোণ তাদের নামের একটি তালিকা তৈরি কর। এই কাজে প্রত্যেক বংশের গোষ্ঠীপতিরা তোমাদের সহকারী হবে। 5-16 যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই: বংশ গোষ্ঠীপতি রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষূর শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল যিহূদা অম্মীনাদবর পুত্র নহশোন ইষাখর সূয়ারের পুত্র নথনেল সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব যোষেফের পুত্রদ্বয় ইফ্রয়িম অম্মীহূদের পুত্র ইলীশামা মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান দান অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর আশের অক্রণের পুত্র পগীয়েল গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ নপ্তালি ঐননের পুত্র অহীর বংশ গোষ্ঠীপতি 17 মোশি ও হারোণ উল্লিখিত বারোজনকে সঙ্গে নিলেন এবং 18 দ্বিতীয় মাসের প্রথম দিনে সমগ্র জনমণ্ডলীকে একত্র করে পরিবার ও পিতৃকুল আনুযায়ী কুড়ি বছর এবং তার চেয়ে বশী বয়সের পুরুষদের নাম এবং সংখ্যা তালিকাভুক্ত করলেন। 19 এইভাবে মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে সিনাই প্রান্তরে ইসরায়েলীদের সংখ্যা গণনা করলেন। 20-46 কুড়ি বৎসর ও তদূর্ধ্ব ব্যক্তিরা যারা যুদ্ধে সক্ষম তাদের নাম গোষ্ঠী ও পরিবার অনুসারে তালিকাবদ্ধ করা হল। তালিকাটি যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবণের বংশ থেকে শুরু করা হল। বংশ সংখ্যা রূবেণ 46,500 শিমিয়োন 59,300 গাদ 45,650 যিহূদা 74,600 ইষাখর 54,400 সবুলুন 57,400 ইফ্রয়িম 40,500 মনঃশি 32,200 বিন্যামীন 35,400 দান 62,700 আশের 41,500 নপ্তালি 53,400 সর্বমোট 603,550 বংশ সংখ্যা 47 লেবির বংশধরদের গণনা করা হল না। 48 কারণ প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, 49 তুমি যখন যুদ্ধে সক্ষম ইসরায়েলীদের সংখ্যা গণনা করবে, তখন তাদের সঙ্গে লেবির বংশধরদের গণনা করো না। 50 কিন্তু প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকে তার সকল আসবাবপত্র এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধানের জন্য লেবীয়দের নিযুক্ত করবে। তারা ঐ শিবির এবং তার সমস্ত সাজসরঞ্জাম বহন করবে ও রক্ষণাবেক্ষণ করবে। সেই শিবিরের চারিধারে তারা নিজেদের ছাউনি ফেলবে। 51 যাত্রা করার সময় লেবীয়রাই শিবির তুলবে এবং স্থাপন করার সময় তারাই আবার স্থাপন করবে। অন্য কেউ শিবিরের কাছে গেলে তার প্রাণদণ্ড হবে। 52 ইসরায়েলীরা দলবদ্ধভাবে নিজেদের গোষ্ঠীর পতাকাতলে নিজেদের ছাউনি ফেলবে। 53 ইসরায়েলী জনমণ্ডলী যেন ঐশ্বরিক রোষের সম্মুখীন না হয়, সেইজন্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের আবাস শিবিরের চারিদিকে লেবীয়রা ছাউনি ফেলবে এবং তাদেরই উপরে এই আবাস শিবিরের রক্ষণাবেক্ষণের দায়ইত্ব থাকবে। 54 মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ ইসরায়েলীরা যথাযথভাবে পালন করল। |
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Bible Society of India