Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

১ বংশাবলি 8 - কিতাবুল মোকাদ্দস


বিন্‌ইয়ামীন-গোষ্ঠীর বংশ-তালিকা

1 বিন্‌ইয়ামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্‌বেল ও তৃতীয় অহর্হ,

2 চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।

3 আর বেলার সন্তান অদ্দর, গেরা, অবীহূদ,

4 অবীশূয়, নামান, আহোহ,

5 গেরা, শফূফল ও হূরম।

6 এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।

7 আর তিনি নামান, অহিয় ও গেরা, এঁঁদেরকে বন্দী করে নিয়ে গেলেন; তাঁর পুত্র উষঃ ও অহীহূদ।

8 আর তিনি তাঁদেরকে বিদায় করার পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রদেরকে জন্ম দিলেন, তাঁর স্ত্রীর হূশীম ও বারা।

9 আর তাঁর হোদশ নামিকা স্ত্রী গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম,

10 যিয়ুশ, শখিয় ও মির্ম; তাঁর এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন।

11 আর হূশীমের গর্ভজাত তাঁর পুত্র অহীটূব ও ইল্পাল।

12 আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগরগুলোর পত্তনকারী শেমদ,

13 এবং বরীয় ও শেমা; এঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর এঁরা গাৎ-নিবাসীদেরকে দূর করে দিলেন।

14 আর বরীয়ের সন্তান অহিয়ো।

15 শাশক, যিরেমোৎ, সবদিয়, অরাদ,

16 এদর, মিকাইল, যিশপা ও যোহ।

17 আর ইল্পালের সন্তান সবদিয়, মশুল্লম,

18 হিস্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব।

19 আর শিমিয়ির সন্তান যাকীম, সিখ্রি, সব্দি,

20 ইলীয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল,

21 অদায়া, বরায়া ও শিম্রৎ।

22 আর শাশকের সন্তান যিশ্‌পন, এবর, ইলীয়েল,

23 অব্দোন, সিখ্রি, হানন,

24 হনানিয়, ইলাম, অন্তোথিয়,

25 যিফাদিয় ও পনূয়েল।

26 আর যিরোহমের সন্তান শিম্‌শরয়, শহরিয়, অথলিয়,

27 যারিশিয়, ইলিয়াস ও সিখ্রি।

28 এঁরা পিতৃকুলপতি বলে যার যার বংশ-তালিকা অনুসারে এঁরা প্রধান ছিলেন, এঁরা জেরুশালেমে বাস করতেন।

29 আর গিবিয়োনের পিতা (যিয়ীয়েল) গিবিয়োনে বাস করতেন, তাঁর স্ত্রীর নাম মাখা।

30 তাঁর জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, কীশ, বাল, নাদব,

31 গদোর, অহিয়ো ও সখর।

32 আর মিল্কোতের পুত্র শিমিয়। এরাও তাদের ভাইদের সম্মুখে তাদের কাছে জেরুশালেমে বাস করতেন।

33 নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।

34 আর যোনাথনের পুত্র মরীব্‌-বাল ও মরীব্‌-বালের পুত্র মীখা।

35 আর মিকাহ্‌র সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস।

36 আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা।

37 মোৎসার পুত্র বিনিয়া, তার পুত্র রফায়, তার পুত্র ইলীয়াসা, তার পুত্র আৎসেল।

38 আৎসেলের ছয় পুত্র; তাদের নাম এই— অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান;

39 এরা সকলে আৎসেলের সন্তান। আর তার ভাই এশকের সন্তান জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।

40 আর ঊলমের পুত্ররা বলবান বীর ও তীরন্দাজ ছিল এবং তাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন, এরা সকলে বিন্‌ইয়ামীন-সন্তান।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন