১ বংশাবলি 2 - কিতাবুল মোকাদ্দসহযরত ইয়াকুবের বংশধর 1 ইসরাইলের পুত্ররা হল রূবেণ, শিমিয়োন লেবি ও এহুদা, ইষাখর ও সবূলূন, 2 দান, ইউসুফ ও বিন্ইয়ামীন, নপ্তালি, গাদ ও আশের। 3 এহুদার পুত্ররা হল এর, ওনন ও শেলা; তাঁর এই তিন পুত্র কেনানীয়া বৎশূয়ার গর্ভে জন্মেছিল। এহুদার জ্যেষ্ঠ পুত্র এর মাবুদের দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন। 4 পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র। 5 পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল। 6 সেরহের পুত্র শিম্রি, এথন হেমন, কলকোল ও দারা, সবসুদ্ধ পাঁচ জন। 7 কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করে ইসরাইলের দুষ্টক্ষত হিসেবে অভিহিত হয়েছিল। 8 এথনের পুত্র অসরিয়। 9 আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম ও কালুবায়। 10 রামের পুত্র অম্মীনাদব ও অম্মীনাদবের পুত্র এহুদা-সন্তানদের নেতা নহশোন। 11 আর নহশোনের পুত্র সল্মোন ও সলমোনের পুত্র বোয়স। 12 বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র ইয়াসি। 13 ইয়াসির জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীদানব, তৃতীয়, শম্ম, 14 চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়, 15 ষষ্ঠ ওৎসম, সপ্তম দাউদ। 16 আর তাঁদের বোন সরূয়া ও অবীগল। সরূয়ার তিন জন পুত্র হল অবীশয়, যোয়াব ও অসাহেল। 17 আর অবীগলের পুত্র অমাসা; সেই অমাসার পিতা ইসমাইলীয় যেথর। 18 আর হিষ্রোণের পুত্র কালুত তার স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্ররা হল যেশর, শোবব ও অর্দোন। 19 পরে অসূবার মৃত্যু হলে কালুত ইফ্রাথাকে বিয়ে করলো। সে তার ঔরসে হূরকে প্রসব করলো। 20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল। 21 পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করলো, ষাট বছর বয়সে সে তাকে বিয়ে করলো, তাতে সে স্ত্রী তার ঔরসে সগূবকে প্রসব করলো। 22 সগূবের পুত্র যায়ীর, গিলিয়দ দেশে তাঁর তেইশটি নগর ছিল। 23 আর গশূর ও অরাম তাদের থেকে যায়ীরের সমস্ত গ্রাম অধিকার করলো এবং সেই সঙ্গে কনাৎ ও তার সমস্ত উপনগর অর্থাৎ ষাট নগর নিল। এরা সকলে গিলিয়দের পিতা মাখীরের সন্তান। 24 হিষ্রোণ কালুত-ইফ্রাথায় মারা যাওয়ার পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর জন্য তকোয়ের পিতা অস্হূরকে প্রসব করলো। 25 হিষ্রোণের জ্যেষ্ঠ পুত্র যিরহমেলের এসব সন্তান; জ্যেষ্ঠ পুত্র রাম, পরে বূনা, ওরণ, ওৎসম ও অহিয়। 26 অটারা নামে যিরহমেলের অন্য এক জন স্ত্রী ছিল, সে ওনমের মাতা। 27 যিরহমেলের জ্যেষ্ঠ পুত্র রামের সন্তান মাষ, যামীন ও একর। 28 ওনমের সন্তান শম্ময় ও যাদা এবং শম্ময়ের সন্তান নাদব ও অবীশূর। 29 অবীশূরের স্ত্রীর নাম অবীহয়িল; সে তার ঔরসে অহবান ও মোলীদকে প্রসব করলো। 30 নাদবের পুত্র সেলদ ও অপ্পয়িম, কিন্তু সেলদ অপুত্রক হয়ে ইন্তেকাল করলো। 31 অপ্পয়িমের পুত্র যিশী ও যিশীর পুত্র শেশন ও শেশনের পুত্র অহলয়। 32 শম্ময়ের ভাই যাদার পুত্র যেথর ও যোনাথন; যেথর অপুত্রক হয়ে ইন্তেকাল করলেন। 33 যোনাথনের পুত্র পেলৎ ও সাসা। এরা যিরহমেলের সন্তান। 34 শেশনের পুত্র ছিল না, কেবল কন্যা ছিল, আর যার্হা নামে শেশনের এক জন মিসরীয় গোলাম ছিল। 35 পরে শেশন তার গোলাম যার্হার সঙ্গে তার কন্যার বিয়ে দিল, আর সে তার ঔরসে অত্তয়কে প্রসব করলো। 36 অত্তয়ের পুত্র নাথন, নাথনের পুত্র সাবদ; 37 সাবদের পুত্র ইফ্লল, ইফ্লনের পুত্র ওবেদ; 38 ওবেদের পুত্র যেহূ, যেহূর পুত্র অসরিয়; 39 অসরিয়ের পুত্র হেলস। হেলসের পুত্র ইলীয়াসা; 40 ইলীয়াসার পুত্র সিস্ময়, 41 সিস্ময়ের পুত্র শল্লুম; শল্লুমের পুত্র যিকমিয় ও যিকমিয়ের পুত্র ইলীশামা। 42 যিরহমেলের ভাই কালুতের সন্তান; তার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হেবরনের পিতা মারেশার সন্তানেরা। 43 আর হেবরনের পুত্র কারুন, তপূহ, রেকম ও শেমা। 44 শেমার পুত্র যর্কিয়মের পিতা রহম। 45 রেকমের পুত্র শম্ময়। আর শম্ময়ের পুত্র মায়োন এবং মায়োন বৈৎ-সুরের পিতা। 46 আর কালুতের উপপত্নী ঐফা হারণ, মোৎসা ও গাসেসকে প্রসব করলো এবং হারণের পুত্র গাসেস। 47 আর যেহদয়ের পুত্র রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ। 48 কালুতের উপপত্নী মাখা শেবরকে ও তির্হনঃকে প্রসব করলো। 49 আরও সে মদ্মন্নার পিতা শাফ এবং মক্বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করলো; আর কালুতের কন্যার নাম অক্ষা। 50 কালুতের পুত্ররা হল ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল। 51 বেথেলহেমের পিতা শল্ম, বৈৎ-গাদেরের পিতা হারেফ। 52 আর কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবলের পুত্র হরোয়া, মনূহোতের অর্ধাংশ। 53 আর কিরিয়ৎ-যিয়ারীমের গোষ্ঠী, যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়রা, এদের থেকে সরাথীয় ও ইষ্টায়োলীয়েরা জন্মগ্রহণ করলো। 54 শল্মের সন্তান বেথেলহেম ও নটোফা-তীয়রা, অট্রোৎ-বেৎযোয়াব ও মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়। 55 আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়াথীয়রা, শিমিয়থীয়রা, সূখাথীয়রা। এরা কীনীয় গোষ্ঠী, রেখবকুলের পিতা হম্মতের বংশজাত। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh